১)
ভয় আর ভেঙ্গে যাওয়া
ভয় আর ভেসে যাওয়া
ভয় আর ধ্বসে যাওয়া
ভয় আর কোথাও না যাওয়া
ভয় তো যুদ্ধোত্তর
ভয় তো মারণমুখ
ভয় তো আকাঙ্খা
ভয় তো এক সম্ভাবনা
ভয় কে অভয় দাও
ভয় কে দাও জল আর গুড়
ভয় কে না খেয়ে যেতে দিওনা
ভয় এক উত্তরপুরুষ
ভয় এক পূর্বপুরুষ
ভয় এক নামপুরুষ
ভয় আজও
ভয় এখনও
ভয় এক
ভয় অনেক
ভয় কখনো শূন্য নয় ।
২)
একটি দিন
আরো একটি দুর্দিন
আগে বা পরে
একটি কাল
আরো একটি অকাল
অনন্ত দিয়ে মোড়া
একটি শয্যা
আরো একটি শরশয্যা
ভরশূন্য, শুধু ভাসমান
একটি ইচ্ছা
আরো একটি অনিচ্ছা
ক্রোধান্ধ, জানেনা খেলা
একটি ঘর
আরো একটি হা-ঘর
শুধু চিহ্ন আর অবশেষ ।
৩)
বিলুপ্তির আগে ও পরে
আছে এক শরীরী কালক্রম
বিলুপ্তির মাঝে ও মাঝে
মধ্যমার ছেদবিন্দুতে আছে নিশ্চিহ্ন
অথচ দেখা হতেই বললো--আর কেন !
ঠোঁটে ঠোঁট, ওখানে তো কয়লা
মুখে মুখ, ওখানে তো ছাই
বুকে বুক, ওখানে তো অনেকদিনের
সাজানো এক চাঁদমারি ।
৪)
অনুকম্পা দেখিওনা
দেখিওনা লোভ
দেখিওনা আশালতার মেঘ
একটা ছাই-আকাশ ছিঁড়ে
ঝরছে আজ 'না'
না হাতছানি না
না লালবাতি না
না বিষপান না
'না' নিযুক্ত নিযুত ডট্কম
এখন আর কেউ না
শুধু শিস্, উচ্ছন্নের শিস্
মাথার ভেতর তীক্ষ্ণতর শিস্ ।
--------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।