আমার লেখা পড়ে.................. ঝাড়ু মিছিল..........
-----------------------------------
আগামী ১১ ফেব্রুয়ারী, সোমবার, বিকাল ৫.১৫ থেকে শাহবাগস্থ প্রজম্ম স্কয়ারে (পিজের নিচে ঔষধের দোকানগুলোর সামানে) অনুষ্ঠিত হবে ঝাড়ু মিছিল । মিছিল চলবে অনির্দিষ্ট সময় পর্যন্ত । রাজাকার, ধর্মব্যাবসায়ী ও তাদের দোসরদের বিরুদ্ধে চলবে এ ঝাড়ু মিছিল ও ঝাড়ু প্রদর্শণ ।
আপনি আসছেনতো একটা ভাঙ্গা ঝাড়ু হাতে বা ঝাড়ু ছাড়াই ?
আপনি ঢাকা না থাকলেই বা কি? আপনার এলাকায় করুন । কেউ না আসলে ২ বন্ধু মিলে প্রতিকী হলেও করুন ।
শুরু করুন দেখবেন আরও অনেকেই যোগ দিচ্ছে । যারা যারা করছেন সম্ভব হয়ে আমার ইনবক্সে জানিয়ে দেবেন ।
আজ ৯ তারিখ শাহবাগে ৬৮০০ মোমবাতি প্রজ্জলন , একই সাথে ৩৪টি জেলার ৪৭টি স্থানে একই সাথে হয়েছে । এ কাজে সফলতার পিছে ফেবু দেশ ও সত্য প্রেমিদের অবদান কম নয় । এবারও নিশ্চয় হবে ।
এবারও নিশ্চয় ৯তারিখের মত আমরা প্রমাণ করবো আমরা এক-এক .
রাজাকারদের ফাসি চাই ।
জামাত শিবির নিষিদ্ধ কর ।
(শেয়ার দিয়ে অন্যকে উদ্বদ্ধ করুন, শেয়ার শেয়ার শেয়ার দিন । )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।