আমাদের কথা খুঁজে নিন

   

= তুমি আর কতদূর

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

এতগুলো দিন ভালবাসার পেছনে ছুটে বেড়িয়েছি পৃথিবীর দিগন্ত থেকে দিগন্তে। লোহিত সাগর ধূসর বুকে আগলে রেখেছিল যে আকাশ তন্ন তন্ন করে খুঁজেছি মরুর বালিতে, বালির ঢেউয়ে, বিশুষ্ক পাথরে, উদ্যানের সতেজ খেজুর বৃক্ষের শীতল ছায়ায় যেখানে মেঘ নেই সেখানে একখানা মেঘের ভেলায়। তারপর বৃষ্টিতে, অশ্রুতে, কান্নায়, ক্লান্তিতে, নিদ্রায় মহাকালে বিলীন হয় অনেকটা জীবন; আমি হামাগুড়ি দিয়ে নেমে আসি বাংলার কুয়াশায় জমতে থাকি সবুজ ঘাসের ডগায় ধানপাতাদের সুগন্ধময় পাতায় আমি নেমে আসি আমের মুকুলে কোকিলের বাসন্তী গানে পাখালীর কলতানে ফাল্গুনের বাতায়নে। চৈতী হাওয়ায় ঝরে যায় যুগ যুগ ধরে জমে উঠা বিষন্নতা হৃদয়ে তুফান লেগে যায় চিরন্তনী প্রেমের তুফান! এখানে উত্তরের প্রান্তরে প্রান্তরে আমি ভালবাসা দেখেছি ধূ ধূ, যেন নিঃসীম প্রাণের পেয়ালা পূর্ণকরা সবুজে কলার ফুলেরা, যেন দুলে আছে কিশোরীর বেনী আঙ্গিনায় দোলা লাল শাড়িগুলো লাগায় কাঁপন যেন মহাকাব্যের পাতাগুলো ঝরে যাবে উড়ে যাবে তার কাছে যেখানে সঞ্চিত এই আয়োজিত প্রেমের সঞ্চারণ। একমুঠো ভেজা মাটি শুঁকে পাই তার গায়ের ঘ্রাণ তবু আকণ্ঠ তিয়াসে ব্যাকুল এখানে প্রাণ তুমি আর কতদূর... ৫ এপ্রিল ২০০৯, নয়ানগর, ঢাকা। ছবি: http://www.fazleelahi.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।