তোমার অপেক্ষায় আমার ধূধূ দিগন্ত
স্মৃতির কপাট খুলতেই এক ঝাপটা
ধূসর মরুঝড় আচ্ছন্ন করে আমায়।
কষ্টের সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে
ভেঙ্গে পড়ি বার বার।
ভেসে যাই স্রোতে ভাসা খড় কুটোর মতো
সেই হেমন্তের সোনালি সকালে।
আমাদেরকে মুখোমুখি সুখী দেখে
জীবন্ত হতো মরা শিশির
ক্ষুধার্ত পাখিরা ফিরে পেত উল্লাসী কূজন।
আজ স্মৃতির সর্বাঙ্গে নিঃশব্দ হাহাকার
চারদিকে অনন্ত শূন্যতা।
নিঃসঙ্গ একা নিঃস্ব আমি
পড়ে থাকি স্তব্দ নিঃসাড় নিথর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।