আমাদের কথা খুঁজে নিন

   

৩টি নয়া কবিতা ।। টোকন ঠাকুর



ওহ্ বসন্ত এক কবুতর দুই কবুতর তিন কবুতর ডাকে সকালবেলায় কবুতররা গল্প শোনায় কাকে? তোমাকে? এক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি ওড়ে পাতাস্তূপের মধ্যে যখন হস্তে লেখা চিরকুটটাও পোড়ে এক হরিয়াল দুই হরিয়াল তিন হরিয়াল গাছে দুপুরবেলায় বুঝতে পারি, আমার বুকে ঘুঘুর বাসা আছে এক মৃগয়া দুই মৃগয়া তিন মৃগয়া বনে ইমেল পাঠায় ফিমেল হাওয়া বন্য হবার (দস্যুবৃত্তির) তুরীয় নিমন্ত্রণে... ০১/০৪/২০০৯ চালচিত্র চন্দ্রের প্রভাব... লঘু বাক্যে গুরু গুরু ভাব বস্তুত, মূলত, ফলত, প্রসঙ্গত তো তো তো ঢাকার রাস্তায়, শপিংমলে, দলে দলে যতই দেখা যাক বাসাতেই প্রচণ্ড নারীর অভাব যদি বা প্রসঙ্গ চেঞ্জ: বাড়ি বাড়ি, বাসায় বাসায় আজিকার যত নারিকেল একদিন ছিল ডাব লঘু বাক্যে গুরু গুরু ভাব বাড়িতেছে সূর্যের প্রভাব... মে মাসের রোদ মেরে ঘুরে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি আজিকার যত ডাব যত যত ডাব... ০২/০৪/২০০৯ আমি রিলেটিভ, মেসো যমুনা বলিতে পারিত, ‘আবার আসবেন’ কিন্তু যমুনা কহিল, ‘... এসো’ আমি নির্বাক, আমি কবিযশোপ্রার্থী আমি রিলেটিভ, আমি যমুনার মেসো যমুনা বলিতে পারিত, ‘ব্যাগটা একটু ধরেন’ যমুনা শুধু বলিল, ‘মেসো, ধরেন’ ধপ করে কারেন্ট চলে গেল, ধব ধব ঢিব ঢিব... বুকের মধ্যে শব্দ হচ্ছিল ধুব ধুব মনেই ছিল না যে, আমি কে? আমার নাম কি হরেন না নরেন? আমি যমুনার মেসো হই, যথেষ্ট ডিস্টেন্স ডিস্টেন্স ঘুচাল কে? আমি, না যমুনা? যমুনা বলতে পারত, ‘ব্যাগটা আবার ধরেন’ কিন্তু বলল, ‘ধরেন’ বললাম, ‘কি?’ বলল, ‘কমু না’ বিদায়লগ্নে, ‘আবার আসবেন’ না বলিয়া কহিল, ‘... এসো’ সঙ্গত ধাক্কা খাই, ধাক্কায় ধাক্কায় উঠে দাঁড়াই, দাঁড়াতে হবেই কারণ, আমি রিলেটিভ, আমি যমুনার মেসো ০১/০৪/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।