'আমি কোনো কিছুই পারি না
কোনো দলেই পড়ি না---'
বেশ বুড়ো দাদুর মতো করে
এইটুকু বলে ট্যান ট্যান করে চলে
গেলো পঁচিশ বছরের ছেলে।
কোথায় যে গেলো
আজ অবধি কেউ হদিস পেলো না।
অথচ সবাই তাকে যেতে দেখেছে;
কিন্তু কেউই বলতে পারে নি
ঠিক কোথায় গেছে সে--
ঠিক কোথায় ছিল---
ঠিক কোথায় ছিলো না----
ঠিক কীইবা বলতে চেয়েছিল।
কোন দলের কথা সে বলেছিল
পৃথিবীতো দলে দলে দলময়!
কত শত-সহস্র দল যে হয়!
আচ্ছা ওই ছোকরাকে নিয়ে
অতো মাথা-ব্যথার কী আছে?
আছে। তার কাছে জানার আছে আসলে সে
কার কথা বলেছে--আমার, না তাঁর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।