বাংলাদেশের সর্বাধিক সময় ক্ষমতায় থাকা, সর্বাধিক বার সকল আসনে বিজয়ী ৩ বারের প্রধানমন্ত্রীর প্রতি এই রুপ ভাষা সংসদে ব্যবহৃত হয়!!!!!!
বিস্ময়কর!!!!! অবশ্য যারা ইতিহাস জানেন তারা বিস্মিত হন না। কারণ বাংলাদেশের ইতিহাসে আদালত কতৃক ভাষা সংযত হবার জন্য আর কোন প্রধানমন্ত্রী পরামর্শ পান নাই।তিনি ছাড়া। লাগাম ছাড়া জবান আর বিবেচনাহীন উক্তির জন্য মশহুর ব্যক্তির জন্য এতো সাধারন। ..
এইসব পাল্টাপাল্টির খেলায় আজ যদি বোরহান কবিরের মতো আর কোন সাংবাদিক পুষ্ট লেখে ধানমন্ডী ৩২ নম্বর বাড়ীটি একই উদ্দেশ্যে ছেড়ে দেয়া হোক।....... রেহানার টা নয়.. ১ টাকায় বঙ্গভবন লিখে নেবার ইতিহাস আলোচনা নয়... স্রেফ এই একটি বাড়ীর উপর বলার সাতে সাথে যে প্রতিক্রিয়া হবে.. অন্যের ক্ষেত্রও সেই ক্রিয়া -প্রতিক্রিয়া ভেবে কথা বলা উচিত নয় কি?
এই সব হানাহানি.. নোংরামি কবে বন্ধ হবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।