এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
প্রায় ১ বছর পরে গত কাল এক বন্ধুর মেইল পেলাম, দোস্ত রাতে মেসেন্জারে আসিস কথা আছে ... কথামতো অনলাইন হলাম সেও সময় মতো আসলো ... একখান মিসটিরিয়াস হাসি দিয়া কইলো দোস্ত সামনের বছর বিয়া করুম ঠিক করছি ... আমার বাড়ী ওদের বাড়ী সবাই রাজি ... আমি কইলাম -- ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ... আমার আরেক দোস্ত শহীদ হইতে যাইতেছে ... কিন্তু দুঃখে আমি চক্ষু চাইপ্যা এক ফোটা পানিও বের করতে না পেরে হ্যাপি হ্যাপি ভাব নিয়ে উইশাইলাম -- "সুখী হও বৎস "
এর পরে আসকাইলাম -- সবাই যখন রাজী তখন বিয়ে ১ বছর দেরী ক্যান ? ...
দোস্ত কইলো -- আমার হবু বউ কইছে আমারে একটু শুকাইতে হবে নাইলে নাকি আমারে ইসমাট লাগবে না ...
আমি আবার আসকাইলাম -- তাইলে উপায়
ও এনসারাইলো -- আইজকাল ব্রেকফাস্টে শুধু দুই স্লাইস ব্রেড আর এক মগ কফি খাই, লান্চে শুধু ফ্রুট খাই আর ডিনারে এক প্লেট ভাত।
আমি কইলাম -- বাহ ! তুই তো আগে ঠিকমতো ব্রেকফাস্ট করতি না এখন করিস, ভাল কথা ... ডিনারে নরমালী কতটুকু ভাত খাস সে ব্যাপারে আমি নিজে একজন সাক্ষী ... তবে লান্চে ফ্রুট খাওয়াটা তোর জন্য নতুন একটা টার্নিং পয়েন্ট ... আচ্ছা, একটু বলতো কালকের জন্য তুই কি কি ফ্রুট রেডি করেছিস ?
এইবার বন্ধু আমার তার অলরেডি পরের দিনের লান্চের জন্য রেডি করা বক্স দেখে দেখে শুরু করলো বর্ননা ---
১০ - ১২ টা চেরি টমাটো
২ টা কলা
১ মিনি বক্স blackberrie
৩ টা গাজর
এক মিনি বক্স সবুজ আংগুর
৩টা kiwi
২টা Passion fruit
৩টা plum
১ মিনি বক্স raspberries
১ মিনি বক্স লাল আংগুর
১ মিনি বক্স strawberrie
এর পরে এক তৃপ্তির হাসি দিয়ে দোস্ত কইলো ... আর কিছু নাই
আমি কইলাম -- তুই এই সব কখন খাস আর কখন কাজ করিস ?
বন্ধু কইলো -- বেশী সময় নেই না দোস্ত, আস্তে আস্তে খাই তো, তাই ১২টায় লান্চ শুরু করলে ২টা নাগাদ শেষ হয়ে যায় ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।