আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ-সীতাকুন্ড চন্দ্রনাথ জাতীয় মহার্তীর্থে কিছুক্ষণ........

munirshamim@gmail.com
সীতা। হিন্দু পূরাণে এক বিশেষ স্থান দখল করে আছে। রামের স্ত্রী হিসেবে। এবং দেবী হিসেবেও। রাম এবং সীতাকে একসাথে পূজা করার প্রচলন আছে ।

বাল্মিকির রামায়নের অন্যতম প্রধান চরিত্র সীতা। কিন্তু রামায়ন রচিত হওয়ার অনেক আগে থেকেই সীতা পরিচিত। সীতার প্রেমের অগ্নী পরীক্ষার বিষয়টি ভারতীয় পৌরাণিক সাহিত্যে বেশ জনপ্রিয় এবং মুখরোচকও। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম-সীতা পবিত্র স্বগীয় জুটি হিসেবে স্বীকৃত। এ সীতার নামেই বাংলাদেশের একটি অন্যতম উপজেলা।

সীতাকুন্ড। সাথে আছে চন্দ্রনাথ পাহাড়। সীতাকুন্ড উপজেলা চট্রগ্রাম জেলায় অবস্থিত। ঢাকা থেকে চট্রগ্রাম যাবার পথে ফেনী ও চট্রগ্রাম এর মাঝামাঝি এর অবস্থান। ফেনী-মিরসরাই-সীতাকুন্ড-চট্রগ্রাম।

এ সীতাকুন্ড শহরে কোলঘেষে আঁকাবাঁকা যে বিশাল পাহাড়টি একটু একটু করে চট্রগ্রামের দিকে এগিয়ে গেছে সে পাহাড়ের ওপরেই অবস্থিত একগুচ্ছ মন্দির। তার মধ্যে অন্যতম সীতার মন্দির। কথিত আছে যে, এ পাহাড়ের কোলঘেষে সীতার স্নানের কুন্ড রয়েছে। সে হিসেবে এ এলাকার নাম হয়েছে সীতাকুন্ড। তবে পুরো মন্দির এলাকাটি সীতাকুন্ড চন্দ্রনাথ জাতীয় মহাতীর্থ হিসেবে পরিচিত।

এটি একগুচ্ছ মন্দির নিয়ে গঠিত। তার মধ্যে অন্যতম হচ্ছে ভবানী মন্দির, শিব মন্দিও, স্বয়ম্ভুনাথ মন্দিও, রামভক্ত হনুমানজির মন্দিও, স্মৃতি মন্দিও, সোনার বিপ্লবপাত্র, ইত্যাদি। এছাড়াও রয়েছে সীতার স্নানের কুন্ড, রাম ও লক্ষণের স্নানের কুন্ড। প্রতি বছর এখানে তীর্থযাত্রীরা আসে। শতশত তীর্থ যাত্রী।

বাংলাদেশে সহ উপমহাদেশের অন্যস্থান থেকেও। গত ফেব্রুয়ারি মাসে চট্রগ্রামে থেকে ঢাকা ফেরার পথে স্রেফ জিরিয়ে নেয়ার ছলে গিয়েছিলাম সীতাকুন্ডের জাতীয় মহাতীর্থ কেন্দ্রে। কিছুক্ষণ ঘোরাফেরা সে সুবাদে সাথে থাকা ক্যামেরাটিকেও কাজে লাগানো আরকি! বেশ কিছু ছবি তুলেছিলাম। আজ সেসব ছবি ব্লগার বন্ধুদের উদ্দেশ্যে নিবেদিত হলো. চন্দ্রনাথ মহার্তীথরে প্রবেশ ফটক.... সীতার মন্দরি এর ছবি-১ সীতার মন্দরিরে ছবি-২ সীতার মন্দরিরে ছবি-৩ সীতার মন্দরিরে ছবি-৪ (মন্দরিরে সবেককে দেখা যাচ্ছে) স্নান কুন্ডরে ভতেররে অংশ পাহাড়রে ওপর থেকে তোলা সীতামন্দরিরে ছবি শ্রী শ্রী স্বয়ম্ভুনাথ মন্দরি এর ছবি-১ মন্দির থেকে ভক্তরা বেরিয়ে আসছে.... শ্রী শ্রী স্বয়ম্ভুনাথ মন্দরি এর ছবি-২ ভবানী মন্দরি স্থানীয়রা মনে করে এ সুপারী দিয়ে সীতা পান খেয়েছিলেন। ফলে এটি সীতা সুপারী নামে পরিচিত..
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।