এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।
img|http://media.somewhereinblog.net/images/thumbs/Rahmanbest_1238607845_1-dd.JPG]
আপনার ব্লগে কাউকে ব্লক করতে চাইলে নিম্নলিখিত বিষয়টি অনুসরন পূর্বক সফলভাবে ব্লক করিতে পারিবেন।
প্রয়োজনীয় উপকরনঃ
১। মিষ্টি কুমড়া আকৃতিক একটি মাথা থাকিতে হইবে ।
২।
বিতর্কিত অথবা মনে যখন যা আসে তাই লিখার ইচ্ছাশক্তি সম্পুন্ন হইতে হইবে।
৩। পাঁচ আঙ্গুল করে দশ আঙ্গুল বিশিষ্ট দুইটি হাত থাকিতে হইবে।
৪। শকুনের চোখের মতো ২৫০ গ্রাম ওজনের দুইটি তীক্ষ্ চোখ থাকিতে হইবে( একটি থাকলেও চলবে)।
৫। কাপুরুষ/পুরুষনীর মতো কলিজা বিহীন হইতে হইবে।
৬। কুকুরের মতো নিজের সীমানায় আসিলে কামড় দেওয়ার হীণ মানসিকতা সম্পন্ন হইতে হইবে।
প্রস্তুতপ্রণালীঃ
প্রথমেই মিষ্টি কুমড়া আকৃতিক মাথাটাকে ঝাকিয়ে নিন।
এরপর চিন্তা করুন বিতর্কিত অথবা মনে যা আসে তা জাতীয় একটি পোষ্ট দেওয়ার জন্য যেমনঃ(
@গোলাম আজম ভাষা সৈনিক ছিলো পরবর্তীতে ৭১-এ এদেশের হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো,
@জামায়েতি ইসলামকে রাজাকার বলে যারা, তারা কাফের।
অথবা @এসব কি দেখলে রাগহয়।
@ ব্লগে আমার চেহারার নকল বের হয়েছে।
@ কারেন্ট গেলে গরম লাগে।
@ মশাড়ি না থাকলে মশা কামড়ায়
@ কয়েকটা ইমো দিলাম মাইনাস দেন ইত্যাদি ইত্যাদি।
) কুমড়া মাথায় চিন্তা করার পর এবার চামুচ মার্কা দুই হাতের আঙ্গুল দিয়ে র্কি বোর্ডে একের পর এক গুতা মেরে আপনার ভাবনা গুলো টাইপ করুন এবং টাইপ করা লিখাটা ব্লগে পোষ্ট করুন। তারপর লিখা পোষ্ট হয়ে গেলে এবার শকুনের মতো চোখ দুইটি দিয়ে উক্ত পোষ্টের মন্তব্য গুলার দিকে তীক্ষ দৃষ্টি স্থাপন করুন। যথারিতি শকুনের চোকের মহিমায় মন্তব্য গুলো পড়তে থাকুন এবং এর মধ্যে যে মন্তব্য বা যেসব মন্তব্য গুলো তেলবিহীন হয়েছে মানে যে নিকগুলো আপনাকে তেল মেরে মন্তব্য করে নাই। অথবা যে মন্তব্যের যুক্তির কাছে আপনি কলিজা বিহীন কাপুরুষ/পুরষনীর মতো হরে গেছেন। সেই সব মন্তব্যকারী নিকগুলাকে আপনার কুকুরের মতো নিজের সীমানায় আসলে কামড় দেওয়ার মানসিকতার আওতায় এনে কামড় দিন(ব্লক করুন) অতঃপর আপনি একজন সফল ব্লককারী হিসিবে খ্যাতি অর্জন করিবেন।
কেন ব্লক করবেন?
@ব্লক এই জন্যে করবেন, কারণ আপনার দুর্বলতা ঢাকবার একমাত্র পথই হল ব্লক থেরাপী।
বিদ্রঃ উপরোক্ত রেসিপি গ্রহন সম্পর্কিত সকল দায় দায়িত্ব গ্রহীতার উপর বর্তাইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।