আমাদের কথা খুঁজে নিন

   

দিন আসবে কবে?

সুন্দর সমর

আমরা বিজ্ঞানের নানা ফিচারে, প্রবন্ধে পড়েছি, এমন দিন আসবে অফিসে অফিসে কমপিউটারে কাজ-কর্ম সব হবে, কমপিটার থাকবে বাসায় বাসায় হাটে ঘাটে কিন্তু থাকবে না কাগজের আর ব্যবহার। এমন কি থাকবেনা কাগজের বা মুদ্রার টাকাও। সব কেনা-বেচা লেন-দেন সবই হবে কমপিউটারে কমপিউটারে, নগদ অর্থের প্রয়োজন কারোই থাকবে না। কবে সে দিন আসবে? আমরা আরো পড়েছি কমপিউটার ছোট হতে হতে কাপড় চোপড়ে ঢুকে যাবে, জুতায় থাকবে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা কমপিউটার চলার শক্তি আসবে সেখান হতেই মনিটর থাকবে চশমায় বসানো, হাটতে হাটতে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজগত দেখা যাবে, কবে হবে সেটা? কোথায় সে চশমা? আমরা পড়েছি এবং পড়ছি আসছে ন্যানো পার্টিকেলের সম্ভবনাময় জগত। বাতে যার হাড় ক্ষয় হয়ে গেছে তাও আমার তৈরি হবে ন্যানো পার্টিকেলসের মাধ্যমে, হবে কল্পনাকে হার মানায় এমন সব সামগ্রী। কখন পাবো সে ন্যানো যুগের দেখা এদিকে যে আমার হাড় ক্ষয়ে যাচ্ছে অস্থিক্ষয়কারী বাতে। আমাদের নেতারা বলেছেন, আসছে ডিজিটালের সুর্বণ যুগ বাংলাদেশে, কেবল আমাদের গদিতে বসাও। গদি এখন আপনাদের কিন্তু রক্ত আর হানাহানিই দেখছি লাশ পড়ছে, রক্তপাত বাড়ছে, বলতে পারেন কবে সূচনা হবে সেই ডিজিটাল যুগের কিংবা কোথা থেকে শুরু হয়েছে ডিজিটাল বানানোর সে কাজ আর কারাই বা কারিগর এবং বিশেষজ্ঞদের সে দল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।