আহসান জামান
২.
আজ এই রাতভর
আন্তঃর্জালিকার জাল ছিঁড়ে, খুঁড়ে
তুলে আনি তোমার মুখ;
পুরানো শতাব্দীর সাদাকালো দিন,
আর স্মৃতির চিরকুট এইসব ফেজবুকে।
একটানা ইমেলের টুপটাপ শব্দে মিশে গেছে শ্রাবণের জল;
অহেতুক ম্রীয়মান, আনমনে ডাকে, কবেকার সামান্য প্রেম!
তোমার মৃদ জলস্বরে ডুবে যায়
আমার নিঃসজ্ঞতা আজ, ভীষণ একেলা হয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।