এক সময়ের গল্পে শোনা বিলেত ছিলো পুস্তকে
সেই বিলেতের বিলাস জীবন ঘুরতো কেবল মস্তকে
উঁচু উঁচু দালান কোঠা গাড়ীর বহর রাস্তাতে
হরেক রকম ফল ফলারী রাত্রি দুপুর নাস্তাতে
কাজ না পেলে থাকা খাওয়া সব কিছু দেয় সরকারে
এমন সুখের দেশের আশায় তাই তো মানুষ ঘর ছাড়ে ।
বিভূই বিলাস বিভোর হয়ে পাড়ি দিলেম বিলেতে
স্বপ্ন সকল জমাট হলো বরফ পড়া ঝিলেতে
বাড়ী গাড়ী বিলাস ভোজন সবই পেলাম এসে
পেলাম না তো বন্ধু স্বজন যেমন ছিলো দেশে
ক্রমেই আমার অভাব বাড়ে, বাড়ে হাহাকার
দেশের মাটির গন্ধ আমায় টানে বারং বার ।
বিলেত এসে মানুষ আমি হয়ে গেলাম যন্ত্র
দেশ ভুললাম প্রেম ভুললাম কাজই হলো মন্ত্র
রোগ-সুখে নেই বন্ধু পাশে সঙ্গীবিহীন জীবন
গগণ চুম্বী দালান মাঝে বন্দী হলো এ মন
নিরব ক্ষণে মন ফিরে যায় দেশে আমার ঘরে
বন্ধু স্বজন দেশের মাটি মনটা কেমন করে
এক সময়ের গল্পে শোনা বিলেত এখন বাস্ততে
দেশ ছেড়ে কেউ প্রবাস নিলে এমনি করেই পস্তাবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।