কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
২২লাখ দামের গাড়ী ভীতরে একজন অথবা দুইজন। হাজারে হাজারে ছোট গাড়ী ,রাস্তা পারাপারে সাধারন নাগরিকের বড়ই করুন অবস্থা। জ্বালানী তেলের বিকল্প, গ্যাস তুলনা মূলক সস্তা হওয়ায় । রাস্তায় যানবাহন অতিরিক্ত পরিমানে বের হয়এবং তার ফলে ঢাকায় প্রতিটি রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি।
আরও বিচিত্র লাগে যে জ্বালানী এতদিন আমাদের গাড়ীতে ব্যাবহার করে আসছিলাম, তার বিকল্প পাওয়া যাওয়ায় এখন সেই পেট্রোল পাম্প গুলো খালী পড়ে থাকে কেউ আর সেই পেট্রোল পাম্প গুলোর দিকে ফিরে ও তাকায় না।
এখন আমার প্রশ্ন কি করে এই পেট্রোল পাম্প গুলোকে কাজে লাগানো যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।