উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
যার চেতনার পুষ্পরেণু
The endless cycle of idea and action,
Endless invention, endless experiment,
Brings knowledge of motion, but not of stillness;
Knowledge of speech, but not of silence;
Knowledge of words, and ignorance of the Word.
T. S. ELIOT
Choruses from The Rock
যার চেতনার পুষ্পরেণু দেখে মিলিত হই
তার আকাঙ্ক্ষা আপেলে ভেসে ওঠে সবুজ নেশার বিষণ্ন ইশকুল
তারাবাজি আর হৈ হৈ রৈ রৈ
বনভোজনের বসনে যাকে উড়ে যেতে দেখা যায়
চিন্তার আকাশে তাঁর গোপনপুকুর কাছে এসে ডুবে যেতে বলে
একটা দুইটা কাঠবেড়ালি ঘুমের ভিতর এগাছ ওগাছ
ছুটাছুটি করতে করতে ঢুকে পড়ে ভাবনার মধ্যে
আলনায় ঝোলানো শার্টের বুক পকেটে যে কখনো ঢোকে নাই
সেও কেমন যেন উড়ন্ত পত্রের বাঁকা অক্ষর হয়ে
সুগভীর তৃষ্ণার জানালা থেকে লাফিয়ে লাফিয়ে বিছানার
উপর পড়ে তাই দেখে অচেনা হয়ে তুমি কুঠারের ওষ্ঠে
যেসব মূহুর্ত বিন্যাসের ছলাকলায় আলাভোলাকে জাপটে ধরতে চাও
তার পাঁজরের নদে প্রতিদিন
কুমোর পাড়ার বালিকারা স্নানে যায়..
নীলসেমিজ
নীলসেমিজের কারিগর তুমি বাঁশপাতার পিঠের ওপর গভীর রাতে
কাকে নাচাও? আমি তার পায়ের শব্দে মুগ্ধ মাটির পাত্রে
মাথা ঢেলে দিই, বাহুর নদী খুলে বসে থাকি
বুকের বৈঠা কার হাতে তুলে দিয়েছি মনে নেই, মনে থাকেনা
সরল মানুষেরা আমার দৃষ্টির কুয়াশামোড়া পথ ধরে হেঁটে যায়
তাদের মুখে চন্দ্রাবতীর হাসি আর
কাঁঠাল পাতার নিচে শুয়ে থাকা ছায়া একাকার হয়ে আছে
আমি পলাতক
তোমার কাঁধের ওপর রোদ্দুর হবো, আমিও নাচবো ‘শূন্য’ হয়ে
নীলসেমিজের কোণে
হে পাতক
হে পাতক আমার চোখের ভিতর লোহার কুচি
আর স্বর্ণের বিচ্ছুরিত আলোর দ্যুতি কে ছড়িয়ে দিলো?
আমি কি গোপনে কখনো চাই নাই বাদাম-পাহাড়?
তোমার মার্জনার সেতু এসে আমাকে ঠেলে নিয়ে যায় দূরবনে
কালো-কালো অসুখের গাড়ি এসে
ফুল ভেবে আমাকেই কেন গভীর রাতে তুলে নিয়ে যায় মেনকা কেশে?
আমি কি তোমার ঋতুবদলের
শিরদাঁড়া কখনো ছুঁতে পেরেছি? হে পাতক
পাতালপুরের যাত্রীদের সাথে আমাকেও লটকিয়ে দাও
....................................
''''''''''''''''''''''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।