আমাদের কথা খুঁজে নিন

   

কূল ভাঙ্গা ঢেউ আকুল করে হৃদয় গভীরে

সুখীমানুষ

কূল ভাঙ্গা ঢেউ আকুল করে হৃদয় গভীরে আছড়ে পড়ার তীর খুঁজে বেড়ায় অধীরে। মিলেনা, হায় মিলেনারে কূল তবু আছড়ে পড়ার সখ যে মিটেনা কভু। যে চাঁদের টানে জোয়ারের ঢেউ বাধা না মানে সেই চাঁদ কোথায় কে বা জানে, কেইবা জানে। দোলে হৃদয়, ফোলে ফোলে কাঁদে তীরের তরে তীর হয়ে কে লইবে এ হৃদয়ের ঢেউ হৃদয়ে ভরে? ৩১-মার্চ-০৯, ঢাকা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।