যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !!
বিকেলের শেষ রোদের আলো খোব ভালোলাগে আমার,লাল রংগের আভায় ঢেকে যায় চিন্তার আকশ। নিস্তব্দ কিছু স্মৃতি তখন তারা করে ফেরে। বরাবরের মত একটা বিড়ি ধরাই(বিড়ি বলতে ইচ্ছ করলো তাই বলা)বিড়ির আগুনে পুরতে থাকে আমার পোরা বোকের অপারগতা আর গ্লানিময় স্বপ্নের পান্ডুলিপি।
চোখের সামনে সিনেমার মত ভাসতে থাকে কিছু চেনা-জানা প্রিয় মোখ কিছু প্রিয় মূহর্ত.....বন্ধুদের আড্ডা নৌকা করে শাপলা তোলা ,সুধিরের দোকানের চা,সন্ধের পর নদীর উপর জেলেদের মাচায় বসে কার্ড খেলা।
তারপর জেলেদের রান্না করা খাবার নিয়ে সবার কারাকারি। মাঝরাতে বাসায় ফিরে ,আচ্ছা মতো বাবা-মার বকনি খাওয়া।
প্রিয় মানুষের মোখ একবার দেখার জন্য সেযে কি আকতি। সকালে বাবার বকাবকিতে জেগে চোখ ডলতে ডলতে বাজারে থলে হাতে বাবার পেছন পেছন যাওয়া। কত্ত সব স্মৃতি,অজান্তে কখন চোখ বিজিয়ে দেয় নিতান্তই বেমালুম অজানাই থেকে জায়।
সব স্মৃতি আর স্বপ্নকে উপচে যখন মার কথা মনে পরে ,নিজের কাছে হয়ে যাই অচেনা। মার বলা সব সময়কার সেই কথা গুলো প্রতিটি মূহর্ত আমার কানে বাজতে থাকে.....(মানুষের ছেলেরা কত কি করে,আর খোদা আমারে দিলো একটা ভবগুরে পাগলা। এই পাগলাটাই আমার সাত রাজার ধন। কিরে তুই বুজস না তোরে চোখের সামনে না দেখলে আমার বোকটা খালি হয়ে যায়?কেন এমন করিস?)...
আজ কি করে থাক তুমি মা?আমিতো পারিনা...আর পারিনা মা। আমাকে তোমার কোলে ফিরিয়ে নাও...একবার বোকে নাও মা..।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।