আমাদের কথা খুঁজে নিন

   

১ এপ্রিল আঘাত হানবে কনফ্লিকার ওয়ার্র?

উন্মাদ আমি আমার লিখা পড়বার প্রয়োজন আছে কি

কনফ্লিকার সি নামের ক্ষতিকর একটি কমপিউটার ওয়ার্ম ১ এপ্রিল বিশ্বের কমপিউটারগুলোতে আঘাত হানতে পারে৷ মার্কিন সফটওয়্যার বিশেষਛরা সাপ্রতি এই সতর্কবাণী উচচারণ করেছেন৷ ২০০৮ সালের শেষ নাগাদ কনফ্লিকার প্রথম কমপিউটারে আঘাত হানে৷ তখন ৯০ লাখ কমপিউটারে এই ওয়ার্ম ছড়িয়ে পড়েছিল৷ জটিল ও মারাত্বক এই ওয়ার্ম এখন আরও শক্তিশালী হয়ে কমপিউটার নেটওয়ার্কে আঘাত হানতে পারে বলে বিশেষਛরা আশঙ্ক করছেন৷ তবে ঠিক কখন আঘাত হানবে, তা তাঁরা নির্দিষ্ট করে বলেননি৷ অনেকে বলছেন, দিনটি হতে পারে ১ এপ্রিল৷ বিশেষਛরা আরও বলেছেন, কমপিউটার নেটওয়ার্কে আঘাত হানার পর কনফ্লিকার প্রতিদিন ৫০ হাজার ইউনিফর্ম রিসোর্স লোকেটরে (ইউআরএল) ছড়িয়ে পড়বে৷ ইউএসবি ড্রাইভেও এটি ছড়িয়ে পড়তে পারে৷ এটি ব্যক্তিগত তথ্য চুরি করা ছাড়াও হার্ডডিক্স ড্রাইভের যাবতীয় তথ্য মুছে ফেলতে সক্ষম৷ এই ওয়ার্ম যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য অনেক নিরাপত্তা প্রতিষ্ঠান প্যাচ ছেড়েছে৷ মাইক্রোসফট অনলাইনে (http://onecare.live.com/site/ en-us/default.htm) এ ওয়ার্ম শনাক্ত করার প্রোগ্রাম ছেড়েছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।