একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
এইটা আমার ৫০ নামবার পোস্ট। সবাইরে দেখি ৫০/১০০ পার করলে পোস্ট দিয়া ফালায়, আমিও দিয়া দিলাম.........
অনেকদিন পর আসলাম। আসলে, না আসলেও মাঝে মাঝে ঠিকই অফলাইনে পোস্টগুলা পড়ে যাই। কয়েকজন ব্লগারদের এখন আর দেখি না। খারাপ লাগে।
কিন্তু কি আর করা? কেউ তো আর কাঙালের জন্য ব্লগিং করে না!!! আবার অনেকেই আছে, আসে...কমেন্টায়, কিন্তু নয়া পোস্ট দেয় না। অথচ এদের জন্যই একসময় রেজিস্ট্রেশন করছিলাম। যাই হোক, ব্লগটাতো আর জীবন না! সবারই কাজ আছে। যেখানেই থাকেন, ভালো থাকেন।
আজকাল আর ব্লগিং করতে ভালা লাগে না।
ব্লগে তেমন একটা মজা পাই না। অনেক নতুন নতুন মানুষ। নতুন মানুষগুলার সব পোস্ট পড়া হয় না। একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, ব্লগে যতবার লগইন করি, "আমার লিঙ্কস" থেকে প্রিয় ব্লগারের নতুন পোস্ট দেখে চলে যাই তবে অফলাইনে সবগুলা পোস্ট পড়ার চেষ্টা করি।
এই বছরে আমার একটা অবিস্মরনীয় আবিষ্কার হলো ব্লগার আলিফ দেওয়ান ওরফে কাগু।
আগে জানতাম না এইডা কে। এটিমের কোনো পাগলা ভাইবা কখনও পোস্টগুলা চাখি নাই। কয়েকদিন আগে একটা পোস্ট পইড়া আমি পুরাই থ!!! কেমনে কি!! এত মজা কখনও কারো পোস্ট পইড়া পাইনা না। কিন্তু কাগু কেন জানি এখন আর লিখে না। মনে হয় বইমেলায় বই বাইর করতে পারে নাই বলে গেছে গিয়া
অনেকে ভাবে আমি নাকি মেয়ে! প্রোফাইল ফটুক দেখে নাকি তাই মনে হয়!!! হুমম...ফটুকটা একটা মেয়ের হাত হলেও আমি আগাগোড়া ছেলে।
নেটেই কই জানি পাইছিলাম ফটুকটা, এরপর ফটোশপে এডিট করে সোজা প্রোফাইল পিকচার.......
তারপরও ভাবতেছি ব্লগে নিয়মিত হবো......কি আছে দুনিয়ায়?
আর কি কইতাম? যাদের জন্য ব্লগে আসা, তারা একজন একজন করে চলে যাইতেছে। রাশেদ, সাইফুর, মুকুল, বিবর্তনবাদী এরা এখন আর আগের মত লিখে না। এখন খুজে খুজে মুভি রিভিও, আনকমন গান, টেকি টিপস পড়ি।
নুশেরার মত করে একটি কথাই বলতে চাই........"সকালবেলার চরিত্ররা ফিরুক তাদের অকৃত্রিম রূপে "............আর ভালো লাগে না। আর না........মায়ার টানে আর কতদিন পড়ে থাকবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।