কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
ভোরে বাসায় তোলা হল জাতীয় পতাকা। বিনম্রতায় জানানো হলো শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলী।গাড়ীতেও জাতীয় পতাকা লাগিয়ে সারাদিন ঘুরে ফিরলাম। নিজের মনে অসংখ্য ভালোলাগা দানা বাধলো। একটা ভাব এলো। আর ঘুরে ফিরে মনে আসছিল সেই মুক্তিযোদ্ধাদের কথা যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা ,এবং প্রত্যেক জাতীর পরম পাওয়া সেই স্বাধীনতা।
নিজের আত্ম পরিচয় । এই ভালো লাগা মূহুর্তগুলোতে আমরা যেন তাদের ভূলে না যাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।