আমাদের কথা খুঁজে নিন

   

এমন দুঃসহ ভাবনা আমার সব নষ্ট করে দেয়

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মাঝে মাঝে কিছু দুঃচিন্তা আমার মাথা থেকে নামতে চায় না। রাত গভীর হয়। আমার পাশে স্ত্রী, সন্তান সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু আমি শুধু এপাশ থেকে ওপাশ করি। ঘুম আসে না।

ব্যাটারী চালিত দেয়াল ঘড়ির মোটরের গিয়ার চাকার ঘূর্ণন শব্দও আমি তখন জোড়ে জোড়ে শুনতে পাই। তন্দ্রা থেকে লাফিয়ে উঠি। সব যন্ত্রনা গুলো মাথার মধ্যে রাতে ঘুরপাক খেতে থাকে। এর অবশ্য কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। কারণ মানুষ সারাদিন যতক্ষন জেগে থাকে।

সে সবার সাথে কথা বলে, সব কিছু চোখে দেখে। কিন্তু রাতটা একেবারেই তার নিজের। অন্ধকারে কিছুক্ষণ নির্জন যাপন। সে তখন হয়ে পড়ে পুরো একা, নিঃসঙ্গ। এইজন্য একান্ত নিজের কিছু ভাবনা গুলো বারে বারে নিউরনে নিউরনে আঘাত করে।

সে ব্যথা অনেক বেশী। মাঝে মাঝে এক ধরনের চিন্তা আমার মাথায় খেলে যখন আমি পুরো একা থাকি রাতে। আমার জন্ম স্বাধীন বাংলাদেশে। মাঝে মাঝে চিন্তা করি সেই সময়ের দিন গুলো কেমন ছিল? সেদিনের প্রতিটি দুর্ঘটনা কেমন ছিল? আমি স্বাধীনতার যুদ্ধের সময়ের কথা বলছি। কত মানুষ হারিয়েছে তার বাবা মাকে, প্রিয়জনকে, কত শিশু সন্তান হারিয়ে গেছে, কত শিশুসন্তান পানিতে পড়ে গেছে, কত নারী ধর্ষিত হয়েছে তার স্বামী বা বাবা মায়ের সামনে।

ওহ! চোখের সামনে গুলি খেয়ে মরতে দেখেছে কত স্বজন তাদের প্রিয়জনকে। মৃত ধর্ষিত মায়ের পাশে ক্ষুধার জ্বালায় দুগ্ধপোষ্য শিশুর কান্না। সহ্য করা যায়? একবার ভাবুন তো আপনাকে সেখানে উপস্থিত করে। ভাবুন তো আপনার শিশুটি তার বাবা মাকে হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অথবা বাবা মা খুঁজে পাচ্ছে না তাদের কোলের শিশুটিকে। যার বয়স মাত্র দুই তিন বছর।

এই ধরনের চিন্তা করতে করতে আমার মাথা এক সময় আর কাজ করে না। স্তব্ধ হয়ে যায়। গায়ের লোম গুলো খাড়া হয়ে যায়। তার মানে আমার চিন্তা করার লেভেল শেষ। এর বেশী আর চিন্তা করতে পারি না।

আর একটু দুরে গেলেই আমি পাগল হয়ে যাবো। আজ স্বাধীনতার ৩৮ বছর পরে এসে আমি এগুলো চিন্তা করতে পারি না। আর তখন যারা এগুলো ঘটনার শিকার তারা কিভাবে এগুলো দিব্যি চোখে দেখে এখনও দগদগে ঘা নিয়ে বেঁচে আছে? মানসিক ভাবে তারা কতটা দৃঢ় ছিল। আর আমি তাদের কাছে কোথায়? আমি কেন এই ভাবনা গুলো আমার মাথা থেকে সরাতে পারি না? এসব ভাবলে আমার মাথা উলট পালট হয়ে যায়। এমন দুঃসহ ভাবনা আমার সব নষ্ট করে দেয়।

কিন্তু কষ্ট লাগে তখনই যখন এতকাল পরেও আমার দেশের রাজনৈতিক দলগুলো এই কষ্টগুলো হাতিয়ার করে খেলা করে। তাদের মনে রাখা উচিত এগুলো কোন খেলনা নয়। এগুলো আমাদের সত্য অতীত। আজও সামন্য মতভেদ নিয়ে জাতি আজ বিভক্ত। কিন্তু মনে রাখা উচিত এ দেশ আমার, এ অতীত আমার, এ স্বাধীনতা আমার, এদেশের খারাপ হলে সেটাও আমার ভালো হলে সেটাও আমার।

এটা কোন খেলনা পুতুল নয় যে যখন ইচ্ছা যেমন করে সাজাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।