ভৌতিক অমানিশা নামে
নগরজঙ্গল ডুবে যায় ঘোর
লক্ষীন্দর জেগে ওঠে ফের
কুয়াশা পাত্রে রঙীন ভোর।
উড়ে যায় চিল মধ্য দুপুরে
পুকুরে আকাশ চোখ আঁকে
হাতের নখরে লুকায় সবুজ
গাঢ় আঁধারে মুখ ঢাকে।
কিশোরী আঁচল জড়িয়ে বাতাস
মেঘের পালকে মুখ ঘষে
দু:খরা সব হয়ে ওঠে ফলা
বুকের জমিনে সুখ চষে।
হাতের করতল মরিচীকা হয়
ভাঙা কাচ রোজ হাত কাটে
রোদ পান করি বেলাভূমে শুয়ে
তবুও শীতে ঠোঁট ফাটে।
জীবনের চাকা ঘুরছে যত
ততই পুরু দু:খের ভিত
তার ওপরেই সুখ গড়ি ধীরে
বুক ভরে গাই কোমল গীত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।