হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
স্বপ্নেরা ভীড় করে মনের পাটাতনে-
দু'চোখ জুড়ে আজ শুধু বিদগ্ধ বাস্তবতা!
এ সময় অর্থহীন প্রেম-প্রলাপের নয়,
এ লগ্ন নয় প্রেমিকার হাত ধরে
উচ্ছ্বাস ভরে চেয়ে দেখা
ভালোবাসার শ্বাশ্বত রূপ!
ভর-দুপুরে কড়া রোদ্দুরে
আঙিনায় কিংবা মাঠের
সবুজ ঘাসের বুকে
কিশোর সেজে নিদোর্ষ খেলায়
মেতে ওঠার সময় কোথায়?
পড়ন্ত বিকেলে ফুলেল উদ্দ্যানে
প্রজাপতির বর্ণিল সৌন্দর্য অবলোকন নয়;
চেয়ে দেখো ব্যস্ত নগরীতে
কোলাহল মাঝে ছুটছে সবাই
এক অপ্রতিরোধ্য দ্রুততায়!
সময় তো নেই
অবসরের অবসাদে অবসন্ন হওয়ার!
বৃথাই অতীতচারী হয়ে
নিস্ফল স্মৃতি রোমন্থনে
কি লাভ বলো?
মিথ্যে আত্নসুখে বুঁদ হয়ে
নিশ্চল তুমি আরো স্বপ্নজীবী হও
বিলাসী অলসতায়!
দিন শেষে জীবনখাতার
সাদা পৃষ্ঠায় যোগ হয়
আরেকটি বিশাল অর্থহীন শূন্য...
তবুও অবোধের মতো হাসা-
কিছুতেই ভ্রু-ক্ষেপ নেই!
ভাবছো, এখনই বুঝি সময়
চায়ের কাপে ঝড় তোলার?
আড্ডায় বেসামাল কথার
তুবড়ি ছোটানোর, অথবা
জনাকীর্ণ পথে ইতস্তত হেঁটে
অহেতুক কালক্ষেপণের?
এ মুহূর্তের প্রকৃতি
বড় নিরাভরন মানুষের চোখে;
কবির জন্ম নিষিদ্ধ এই নাগরিক জীবনে,
কোনো কবিতার কথা হয় না-
আবেগ নির্বাসিত হৃদয়ের আগল ছিঁড়ে।
প্রচণ্ড এক ঘোরের জগতে আছো তুমি,
স্তব্ধ সময়ে বিচ্ছিন্ন স্বত্ত্বা হয়ে
আকাশচুম্বী ইমারত দেখো
চরম মুগ্ধতায়!
চতুর্দিকে তাকাও- যান্ত্রিক শহরে
তুমি স্থবির দাঁড়িয়ে
এক প্রবাহমান জনস্রোতের মাঝে!
ভাবলেশহীন তুমি কি বোঝো না
বড় বেমানান এখানে তুমি....
বড় অপাংক্তেয়!?!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।