আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারারাত

আহসান জামান

১. আজ সারারাত বৃষ্টি হবে জেনে জানালার পাশে দাঁড়িয়ে দেখি - গাছে গাছে ডাল-পাতার নাচ, পাখিরা নরম ডানায় উড়োজাহাজ, আকাশ-সমুদ্রে। অহেতুক ধূলো অনড় দেহে, দুলে ওঠে আর কাচের জানালায় আছড়ে পড়ে কুচি-কুচি বাতাস। নিমগ্ন নাট্য-কর্মীর দৃঢ়তা মুখে নিয়ে বার বার আবৃত্তি করি তার নাম; আর আচমকায় কেঁপে ওঠে স্বপ্ন-ঘুমের কাহন। আজ সারারাত বৃষ্টি হবে জেনে ঘরের প্রদীপ গিয়েছে নিভে; অন্ধকার ভূতুড়ে-থুতথুড়ে চৌকাঠে রেখেছে বিড়ালের নরোম পা। আমার দু'চোখ প্রফুল্ল জলে ভিজে ভিজে পান করে কোমল-নিঃসঙ্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।