ব্যস্ততা আমাকে দেয়না অবসর.....
ঘর মানে সংসার। এই তিন অক্ষরের শব্দটির সাথে আমাদের যোগসাজস যখন থেকে শুরু হয়েছিল ..তারপর থেকে দিনান্তের শেষে ঘরমুখ হয় কত শত মানুষ। কেউ ফেরে আয়েশের ছায়াতলে। কেউ বা একাকীত্বের দহনে । তবুও ঘরে ফেরা চাই।
এক জীবনে কেউ ঘর বাঁধে বহুবার কেউ বাঁধে একবার। তবুও ঘরের বাঁধনে একটা সময় সবাইকে বাঁধা পড়তে হয়। নচেত যারা ঘর বাঁধে না তাদের জীবন যাপনে থাকে সন্ন্যাসী ভাব। মাঝে মাঝে মনে হয় সন্ন্যাস জীবনটাই ভালো। সেখানে অদ্ভুত এক সময় খেলা করে।
নিজেই নিজের ঘর কিংবা সংসার।
আবার সংসারী জীবন থেকে মুখ ফিরিয়ে কেউ বেছে নেয় সন্ন্যাস জীবন। সন্ন্যাসের কাছে দিন রাত্রি একাকার। কথা গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যাবারই কথা।
যখন আমি চাই ঘর....ঘর আমায় করে পর। তখন তো এমনই হওয়া চাই।
কে বলেছিলেন এখন মনে করতে পারছি না.....কী আশায় বাঁধি খেলা ঘর ..জীবনের বালু চরে। সুখের আলো যখন ঘরে পড়ে না তখন তাকে বালুচর বলাই শ্রেয়। আর আশা ...এই শব্দটার ওপর ভর করে সবারই বেঁচে থাকা।
তবুও ক্ষনে ক্ষনে মনে হয় ....আমি চাই ঘর....ঘর আমায় করে পর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।