বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
অনেক দিন যাবত ব্যাপক সন্ত্রাস চলতাছে পাবলিকের উপরে। এই সিগারেট কোম্পানী সিগারেটের দাম বাড়াইসে আটআনা। চাইর টাকার সিগারেট হইলো সাড়ে চারই টাকা। শালার সিগারেট কোম্পানী নাকি এই দোকানদার গো লগে বুদ্ধি কইরা এই দামটা বাড়াইসে।
দশ টাকার নোট দিয়া দুইটা সিগারেট নেওয়ার পর যদি দোকানদারের দিকে তাকাইয়া কই, "কি মামু, এক টাকা দেন!" শালার দোকানদার এমুন কইরা তাকাইয়া থাকে! ভাবখানা এমন যে, মনে মনে কয়, "শালার ফকিরনী আবার এক টাকা চায়"
আবার একটা সিগারেটের দাম পাঁচ টাকা রাখে। তখন লজ্জা শরমে আটআনা চাইতেও পারিনা।
এই বাড়তি টাকা গুলা মনে হয় দোকানদার আর কোম্পানী গুলা ভাগ কইরা রাখতাছে।
এতকিছুর পরেও সব মাইনা নিসি, বেশী পায়সা দিয়া সিগারেট খাইতাছি। একটা ইজ্জত বইলা কথা আছে না? আটআনা একটাকার জন্য তো আর সিগারেট খাওয়া বাদ দিতে পারি না।
তাই এখন আমি পকেটে খুচরা পয়সা রাখতাছি, ঠিক ঠিক সাড়ে চাইর টাকা দিয়া এখন দোকানদারে কই, "মামু একটা বিড়ি দেও। " দোকানদার আমার দিকে তাকায়, আর মনে মনে বিড় বিড় কইরা কি যেন কয়।
তখন আমি চামহাসি দিয়া মনে মনে কই, "কি..... এখন জ্বলে কেমুন? এক্সটা কামাই বন্ধ"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।