বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
১৮৪০ থেকে ১৮৫০ সালের মধ্যে আঁকা শেখ মুহম্মদ আমির-এর ‘তৃণভূমিতে বিচরণরত দুটি কুকুর।’
ইংরেজ আমলে ভারতীয় মুসলমানেরা যেখানে ইংরেজি শিক্ষা অস্বীকার করে নিজেদের মধ্যে গুটিয়ে ছিল-ঠিক তখনই একজন মুসলমান চিত্রশিল্পী ইউরোপীয় রীতিতে বাস্তবধর্মী ছবি এঁকে রীতিমতো আলোরণ তুলেছিলেন। শেখ মুহম্মদ আমির। তাঁর জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানতে পারিনি। শেখ মুহম্মদ আমির মুগল কলম (শৈলী) পরিহার করে ইউরোপীয় শৈলীতে হালকা রং প্রয়োগ করে ঘোড়া ও কুকুরের চমৎকার রেখাচিত্র অঙ্কন করেন। এ বিষয়ে বিশিষ্ট গবেষক নাজমা খান মজলিস লিখেছেন:Shaykh Muhammad meticulously drew in European watercolour style abandoning the Mughal qalam of gouache technique. His colourful paintings in European style reflect European realism, perspective and knowledge of anatomy. Some of his paintings are now preserved in the India Office Library, London.
সূত্র: বাংলাপিডিয়া।
আরও কিছু ছবি:
Click This Link
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।