তোমরা তারাই, যাদের হাতে নষ্ট নদীর তলও
দূষন করে সেই নদীকেই বাঁচতে আবার বলো
শুনে নদীর তীর কেঁদে যায়, কাঁদে নদীর জলও।
নদী প্রিয় নদী আমার নদীতে মন মাতে
পদ্মা, মেঘনা, শীতলা, চিত্রা, যমুনাতে
অথবা সেই বুড়িগঙ্গা, তিতাশ, কুশিয়ারা
এমন দেশে চোখ ভাসেনা নদীর দেখা ছাড়া
কোথায় আমার গোমতী আর কোথায় ধলেশ্বরী
যাই খুঁজে যাই নদীর বুকে ঢেউ সে ভয়ংকরী।
আমার নদী যায় হারিয়ে, হয় সুদুরের পর
কোথায় আমার ধানসিড়ি আর কোথায় সোমেশ্বর?
তোমরা তারাই, নদীতে যাও, মানুষ যারা খাঁচার
একুরিয়াম জলে কর ভালোবাসার পাঁচার,
তাদের দিকেই তাকিয়ে নদী স্বপ্ন দ্যাখে বাঁচার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।