"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
[] শুভ জন্মদিন “শ্রুতি”[]
আজ ২২শে মার্চ। ব্লগার মনজুরুল হকের মেয়ে শ্রুতি (শ্রাবন্তী)-র আজ জন্মদিন। শ্রুতিকে আমি প্রথম দেখি গত কয়েকদিন আগে হয়ে যাওয়া ব্লগার্সদের পিকনিকে। ওর সাথে আমার তেমন কথা বলার সুযোগ হয়নি। পিকনিকে সে বেশীর ভাগ সময় কিন্নরীর (জানা ও আরিলের কন্যা) সাথেই ছিল।
কখনো সে একা আনমনে হাঁটছিল বা সে একা বসেছিল। পিকনিক শেষে পুরষ্কার বিতরণী পর্বে সে আমাদের যথেষ্ট সাহায্য করেছে।
শ্রতি এমনিতেই খুব লাজুক প্রকৃতির মেয়ে, স্বভাবে অত্যন্ত স্বল্পভাষী। বাবার চেহারার সাথে তার দারুন মিল রয়েছে। রাশিগত ভাবে সে মেষরাশির জাতিকা।
তার নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল। ২২শে মার্চ জন্ম হওয়ায় তার জন্ম সংখ্যা ৪। ৯ ও ৪ তার জন্য শুভ সংখ্যা। ৯ ও ৪ সংখ্যার যথেষ্ট প্রভাব থাকার কারণে সে একাধারে নীতিবান হবে অন্যদিকে সে চট করে কারো সাথে সেভাবে মিশতে পারবেনা। একা থাকাটা তার কাছে কখনো কখনো প্রিয় হয়ে উঠতে পারে।
যেহেতু ঘনিষ্ঠজন ছাড়া সে তেমন একটা মিশুক স্বভাবের মেয়ে নয় তাই অনেকে তাকে ভুল বুঝতে পারে।
নিজের জগৎ ও ধ্যান ধারণা সম্পর্কে সে যথেষ্ট সচেতন এবং নিজের মধ্যেই গুটিয়ে থাকার চেষ্টা করবে ফলে অনেকেই তাকে অহংকারী ভাবতে পারে। মঙ্গল ও ইউরেনাসের দ্বৈত প্রভাবের কারণে একাধারে সে নীতি ও আদর্শকে প্রাধান্য দেবে অন্যদিকে ব্যক্তি জীবনে তাকে কিছুটা রহস্যময়ী মনে হবে। নিজেকে সে প্রকাশ না করলে সহজে কেউ তাকে বুঝতে পারবেনা। ফলে অনেক কিছু থেকে সে বঞ্চিত হতে পারে, কারণ সে কখনোই মুখ ফুটে কিছু চাইবেনা।
স্বভাবে চাপা ও অন্তর্মুখী হলেও দক্ষ ব্যবস্থাপক হিসেবে সে যথেষ্ট সুনাম কুড়াবে। তার মধ্যে নেতৃত্ব দেবার গুনাবলী রয়েছে। জড়তা কাটিয়ে উঠতে পারলে সে যে কোন ক্ষেত্রে নিজেকে ভালভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
আজ তার জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। জীবনে সে ভালভাবে প্রতিষ্ঠিত হউক এই কামনা করি।
তার জন্য অন্তর থেকে দোয়া রইলো। ভাল থাকো শ্রুতি মামনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।