আমাদের কথা খুঁজে নিন

   

মন পড়ে থাকে কর্ণফুলি হালদার পাড়ে

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

কর্ণফুলি, হালদা আর শঙ্খ বিধৌত চট্টগ্রাম। সারি সারি সবুজ পাহাড়, কাপ্তাই লেক আর দক্ষিনে পুবে বঙ্গোপসাগর এই প্রাচ্যের রানীর। যার মাটির বুক থেকে অনেক দূরে থাকি অনেক বছর ধরে। অনন্ত কাল বয়ে চলা ওই নদী গুলোর মতো জীবনও এগিয়ে চলেছে।

মাঝে মধ্যে ছুটিতে গিয়ে কয়েকটা দিন অথবা মাস কাটিয়ে আসা। বিদেশ বিভুঁইয়ে কতই কর্ম ব্যাস্ত থাকি তবুও মন পড়ে থাকে কর্ণফুলি, হালদার পাড়ে। গতকাল শুক্রবার ছিলো অফিস ছুটির দিন, বাসায় সারাটা দিন অনেকটা পুরনো দিনের বাংলা গান শুনেই কাটল আর তার সাথে আর মনটা হাওয়ায় চড়ে মেঘের রথে চেপে পৌঁছে গেল বাংলাদেশের সবুজ প্রান্তরে। পুরনো গান গুলোর মাঝে কিছুটা যাদু হয়তো মিশ্রিত থাকে। দেশে যখন যাই এই অনুভুতিটা তেমন প্রখর ভাবে থাকেনা।

কিন্তু দেশের বাইরে, দেশ মাতৃকার প্রতি অন্তরের টানটা ভেতরে ভেতরে উম পুষে থাকে, কোন কোন সময় উদ্‌গিরিত হয়। কাল দিনটি ছিলো সে ধরনের একটা দিন। সকালে অফিসে এসেই কম্পিউটার অন করে কালকের দিনটার অনুভুতিটা প্রথম ব্লগে শেয়ার করার কাজটা করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।