আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর আমার ঘোলা লেন্স

"চে তুমি বেঁচে ওঠো মোর প্রানে...হৃদপিন্ডে সঞ্চার করো এক ফোঁটা বিপ্লবী রক্ত"

ফটোগ্রাফির সখ ছিল ছোট্টবেলা থেকেই, ছিল সখটাকে পেশা বানানোর সীমাহীন আকাঙ্খা, আজও বিফলে গেছে তার সব প্রচেষ্টা। সবসময় বন্ধুদের মুঠোফোনে থাকা- ক্যমেরা নিয়ে নাড়াচাড়া... কখনও মামার SLR দিয়ে কখনওবা ভাইয়ার Power Shot দিয়ে ভাল কিছু ছবি তোলা... প্রশংসা করতো কেউ কেউ, আবার কেউ করতো সমালোচনা। আজ আর ছবি তোলা হয় না... তোমায় দেখার পর থেকে সবই যে OUT OF FOCUS !!! (একটি ছোট্ট সত্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।