দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ভোট যেখানেই দেওয়া হোক, তা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় পড়বে। আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় এই আশঙ্কার কথা জানান।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করতে দলীয় কর্মীদের রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তারেক রহমানের ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমানের বক্তৃতা নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী লন্ডনে বলেছিলেন, নির্বাচনকালে সংসদ ভেঙে দেবেন, ছোট একটি মন্ত্রিসভা থাকবে, বিরোধী দল চাইলে তারাও ওই মন্ত্রিসভায় থাকতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী এখন সবকিছু থেকে সরে গেছেন। কারণ, তিনি জানেন, কোনো কিছুতেই কাজ হবে না। এ জন্য এখন নিজেদের অধীনে নির্বাচনের কথা বলছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এভাবে নির্বাচন হলে ভোট যেখানেই দেন, পড়বে নৌকায়।
আমরা সে ভোটে যাব না। জনগণ এত বোকা না। জনগণ সে ফাঁদে পা দেবে না। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।