আমাদের কথা খুঁজে নিন

   

যখন বুনো বাঁশবন ছিড়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না...

সন্ধ্যারাতের কিছু আগে, যখন বুনো বাঁশবন ছিড়ে, কোকিল কন্ঠ বাজছিল এমনই এক দিনের কথা ভাবছি আজকের সারাটা দিন, সেদিন সারাদিন প্রখর রোদ ছিল রোদশেযে ছায়া-বিকেল ঘরে এল.......। উঠোন ভরা শিউলি সুখের মত শুভ্রতা, যারা সেদিন ছিলে ওই মাটি ছুঁয়ে, হয়তো শোনেনি অনেকেই.......... কোকিলের সুরধ্বনি কি সুরে বেজেছিল, কোথাকার বাতাস এসে ভিজিয়েছিলো রাতের নিশ্বাস, এ দিনটা হতে পারে..... লক্ষ দিন দূর সেদিনের বুনো কোকিল হতে, তবু নিংড়ানো স্মৃতিকনায় দেখছি সবার অবিচল মুখ। কারোরই মনে নেই হয়তোবা, অথবা কারো কারো আছে, তবু আমার ইচ্ছেরা উল্টোপাল্টা, ভোর শেষ হতে না হতেই আজ মনে হলো..... তোমাদের সবাইকে ডেকে নিয়ে বসি আজ, আবার সেদিনের মত, সন্ধ্যারাতের কিছু আগে, যখন বুনো বাঁশবন ছিড়ে, কোকিল সুরধ্বনি থেমে থেমে বাজছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।