আমাদের কথা খুঁজে নিন

   

(ঐ)গাধার জন্য একটি অমায়িক (জোর দিয়া) কবিতা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

ভাবতাছি গাধাটাকে 'অমায়িক' শব্দটার মানে বুঝাই কী করে ব্যাটা তো জল ঘোলা করে খায় (সরি! পান করে) তাহলে জুতো দুটিতে কুত্তার (কুকুর) বিষ্ঠা (গু) লাগাই ব্যাটাকে সক্কলে মিলে পেঁদিয়ে যাই (সরি! আদর করে) অতঃপর গাধা তার আত্মকথায় বয়ান (বলিবে) দিবে- পায়ের জুতো আর মাইরের জুতোর মধ্যে তুলনা হয় না।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।