বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
সাফ কথা বিদ্যুত থাকবে না। হেতু কি? সেচ মৌসুম তাই বিদ্যুত ওদিকে বেশী সাপ্লাই করা হচ্ছে। সো, দেশবাসী, ওয়েট। সেচটা শেষ হোক তারপর শহরে গঞ্জে নগরে বন্দরে ছড়িয়ে পড়বে বিদ্যুত।
কিন্তু খোঁজ নিয়ে দেখা গেলো সেচের মাঠে শহরের চেয়ে খারাপ পরিস্থিতি। সেখানে বিদ্যুতের বালাই নেই। এমন একটা খবর পেপারে পড়েছিলাম। কিন্তু ততটা বিশ্বাস করিনাই। কিন্তু কয়েকদিন আগে সরাসরি একজন কৃষকের সাথে কথা হলো।
চোখে তার হতাশা। তার সাফ কথা "ইবার অবস্তা আরো খারাপ, কারেংই তো থাকে না। "
তাহলে বিদ্যুত গুলো যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না, বরং উৎপাদনই হচ্ছে না। তাহলে কত বিদ্যুত উৎপন্ন হচ্ছে? থাক, সে হিসেব নিয়ে আমার লাভ নেই। আদার ব্যাপারীর জাহাজের খোঁজ নেয়ার মত হয়ে যাবে।
তারচেয়ে দেশের মালিকদের কৃপায় দুটা এখনও খেয়ে পড়ে বাঁচতে পারছি এই তো কত!
আজকাল কারো কথার কোন দাম নেই। কেউ কথা রাখে না। ডানে বলে বামে যায়। চামে দিয়া বামে মারে। কিন্তু বিদ্যুত? বিদ্যুত কখনও কথা মিস করে না।
দিনের ১২ ঘন্টা বিদ্যুত থাকবে না। ঠিক তাই। একেবারে ঠিক। নো মিস। বরং তারচেয়ে বেশী।
ঠিক একঘন্টা পর পর বিদ্যুত চলে যাচ্ছে। সাতটায় গেলে ঠিক আটটায় আসবে। হাকিম নড়বে তো হুকুম নড়বে না। ঘড়ির কাঁটা মিস হবে তো বিদ্যুত যাওয়ার সময় মিস হবে না। তার মানে আপনার ঘড়িটা টিউন করতে পারবেন বিদ্যুতের যাওয়া ও আসা দেখে।
ঠিক এক ঘন্টা পর পর।
সো, বন্ধু, আর কেউ কথা না রাখলে, বিদ্যুত কথা রাখবে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।