আমাদের কথা খুঁজে নিন

   

(((( ফিকে যাওয়া স্বপ্ন )))

শাহবাগের চত্বরে যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেই স্বপ্ন আজ ফিকে যেতে বসেছে হয়ত বলবেন আমাকেও ছাগু,বলতেই পারেন,কারন জিয়াও মুক্তিযুদ্ধ করে আজ আজ রাজাকার বলে প্রচার পাচ্চে। আমি ছাগু হব এটাও স্বাভাবিক।মোল্লা কাদেরের যাবত জীবন হওয়ার দিন আমি আমার ভার্সিটি ফ্রেন্ডের সাথে ছুটে গিয়েছিলাম শাহবাগের প্রতিবাদে,আমি চেয়েছিলাম আর একটু খুনি রাজাকারও যেন ফাঁসি ছাড়া অন্য কোন রায় না হয়। হয়ত বিএনপি করি কিন্তু বাস্তব সত্য যে আমি নিজেও রাজাকারের বিপক্ষে আজীবন,আমি চাই বাংলার মাটিতে এই সব শয়তানদের বিচার চাই,আজ জামাত বিএনপির কাঁধে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্চে,সেই তারাই এক সময় আওয়ামীলীগের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল।এই শেখ হাসিনা (স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা) এক সময় গোলাম আজমের পা ছুয়ে আশীর্বাদ নিয়েছিল,এই হাসিনাই এক সময় মুজাহিদ নিজামিদের সাথে রনকৌশল জন্য বৈঠক করেছিল,তাতেও আমার আপত্তি ছিল না,আমি নিজেও চাই বাংলার মাটিতে আর যেন জামাত শিবির একটা মিছিলও করতে না পারে,ওদের নিষিদ্ধ করা হোক যেকোন ভাবেই হোক,সেই সাথে চেয়েছিলাম শাহবাগ চত্বর হবে এই দেশের সকল রাজনীতির পরিবর্তনের প্লাটফর্ম ,এই শাহবাগ হবে অতীত বর্তমান সকল শয়তানের বিচারের পটভূমি,এই শাহবাগ হবে স্বাধীনবাংলার নব জাগরণের ভুমি রচিত হবে রাজনীতি মাঠের নতুন অধ্যায়। কিন্তু আজ আমার স্বপ্ন ফিকে যেতে বসেছে যখন শুনি যে জামাতের সাথে সাথে সকল ইসলামিক দলও নিষিদ্ধ করতে হবে কিন্তু বাকি প্রতারক দল এই দেশে রাজনীতি করার ব্যাপারে কিছু বলে না,যখন দেখি যে শুধু অন্যান্য দলে লুকিয়ে থাকা রাজকারদের বিচার চাওয়া হয় না,তাহলে সন্ধিহান হই এই ভেবে যে রাজাকারের সংজ্ঞা কি ভিন্ন ? যখন দেখি মঞ্চে বসে আছে বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগের নেতারা,যখন দেখি জাফর ইকবাল (যে ভয়ে সাইদির বিপক্ষে সাক্ষী দিতে যায় না) এর কৃত্তিম সাহসের বানী শুনায়,যখন দেখি সন্ত্রাসী লীগের সভা সেমিনারের মত জাগায় নিজের বক্তিকা দিয়ে ঢাবির ভিসির পদকে অপমানিত করা আরেফিন সিদ্দিকের মত মুখোশধারী শয়তানেরা নিজেদের সাধুবাদিতা প্রকাশ করে তখন আমার শাহবাগের স্বপ্নে ফিকে যায়। আজ আমার শাহবাগ স্বপ্ন কুঁকড়ে কেঁদে উঠে এই ভেবে যে আজ একটি দল ঠিকই শাহবাগের মঞ্ছের সুবিধা আদায় করে নিচ্ছে,আজ শাহবাগ দিতে পারবে না নতুন বাংলাদেশ নতুন রাজনীতির পরিবর্তন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।