আমাদের কথা খুঁজে নিন

   

যা জানি তাই কি সঠিক?



১৮৬৯ সালে ডারউইন তার বিখ্যাত বই On the origin of species এ "Natural selection" phraseটি ব্যবহার করেছিলেন। কিন্তু তারও আগে Herbert spencer ১৮৬৪ সালে তারও বিখ্যাত বই " principles of biology" তে "survival of the fittest" এই কথাটি উল্লেখ করেছিলেন। এই কথার অর্থ একভাবে এরকম , বাচার ক্ষমতা একমাত্র তারই আছে যে fit এবং যে fit না তার বেচে থাকার কোন মানে নেই। আমরা যতটা shallow level থেকে এই কথার মানে বুঝলাম আসলে কি বিখ্যাত বিজ্ঞানী দুইজন এটাকে এভাবেই বোঝাতে চেয়েছিলেন। যদি তাই ভেবে থাকি তাহলে we are living in false peradise. তাহলে একটু বুঝা যাক তারা কি বলতে চেয়েছিলেন।

পৃথিবীতে সম্পদের পরিমান সীমিত কিন্তু চাহিদা অসীম। তাহলে যদি কেউ বাচার মত বাচতে চায় এই সম্পদকে নিজের আয়ত্বে আনতে হবে। অন্যের সম্পদ চাইলে যে সে দিয়ে দিবে এটা ভাবাও বোকামি। এই সম্পদকে আমার আয়ত্বে আনার জন্য যা করতে হবে তা হলো বল প্রয়োগ করতে হবে। এখন তাহলে এই বল কি? এই বল হচ্ছে Herbert spencer এবং ডারউইন এর সেই fitness. যার যত বল সে তত fit. এই fitness হচ্ছে কে কত অস্ত্র শস্ত্রে সজ্জিত, কার কয়টা nuclear ewapon আছে etc etc etc. এগুলো যার কাছে নাই সে fit না এবং তার আর বাচার কোন মানে হয় না।

শুধূমাত্র এই একটি দর্শনের উপর ভিত্তি করে আমাদের কে একে একে দেখতে হলো প্রথম বিশ্ব যুদ্ধ (১৯১৪-১৯১৮), দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) এবং বর্তমানে যা চলছে। এই যুদ্ধের মূল হোতা কারা? the concept of world war was derived from this philosopy. তাহলে কি creator এতটাই unjustified যে সম্পদের সুষ্ঠ বন্টন পর্যন্ত করতে পারলেন না? যার কারনে আমাদের বাচার জন্য আজকে এই fitness নামক ধ্বসযজ্ঞ খেলায় নামতে হলো। এখানেই হচ্ছে ভাবনার শুরু, কে এই ডারউইন? যে creator কি বা কে তাই বের করতে পারলো না কিংবা পারলেও মানতে রাজি হলো না তার কাছে creator এর justification কি আবার? আমার প্রোফাইলের যে ছবিটা দেয়া আছে একবার ভাবুন তো তার কি এই পৃথিবীতে বাচার যোগ্যতা নাই। যদি বলি আছে তাহলে একবার দেখুন তো তার সাথে একটা কুকুর বিড়ালের বাচার কোন পার্থক্য আছে কিনা? কি দোষ করলো এই আফ্রিকান শিশুটি যার কারণে তাকে আজ unfittest হয়ে বাচতে হচ্ছে। এখন আশা করি এখন সবাই বুঝতে পারছেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।