আমাদের কথা খুঁজে নিন

   

নজর ক্যামনে লাগে?

সব ক'টা জানালা খুলে দাওনা...

টিভি তে প্রায় ই এশিয়ান স্কাই শপ, টিভিসি এ সব ব্র্যান্ডের বিভিন্ন পন্যের অনুষ্ঠান আকারে বিজ্ঞাপন দেখি। ক্যামনে কয়েক দিনে মোটা মানুষ চিকন করে ফেলে। বাইরে না যেয়ে খাটে শুয়ে শুয়ে জগিং করা যায় আমাজনের তেল মাইখা টাকলু মাথায় কালা চুল গজায়া যায়। সব থেকে মজার লাগে ব্যাবহারকারীদের নাটুকে ভঙ্গীতে কথা বলতে দেখে। যা হোক আজ সকালে নতুন এক জিনিস দেখলাম। এই পন্য নিয়ে এই পোস্টের অবতারণা। প্রথমে পর্দায় আসলেন এক চাদর টাগর গায়ে দেয়া সমাহিত পুরুষ তিনি বর্ণনা করলেন "বুরি নাজার" মানে চোখের খারাপ দৃষ্টি কি জিনিস। প্রথমে দেখানো হলো এক বাসাতে এক মহিলা তার মায়ের কোলে থাকা বাচ্চার অনেক প্রশংসা করছেন, কী সুন্দর, কী লক্ষী এরপর তাকে কোলে নিয়ে তাকে আদর করলেন...ঠিক সে সময়ে তার চোখ ঠিকরে বের হয়ে এলো খারাপ রশ্মি... রশ্মির ঘায়ে আহত বাচ্চা সাথে সাথে কাঁদা শুরু করলো। সে যে শুরু বাচ্চা নাকি ঐ দিন সারা দিনে আর কান্না থামায় নাই তখন বাচ্চার দাদীর মনে হলো নিশ্চয় ঐ মহিলার "বুরি নাজার" বাচ্চার উপর পড়েছে। এর পরের সিনে এক ব্যাবসায়ীকে দেখানো হলো...মনের সুখে টাকা গুনছেন এর মধ্যে একজন ঘরে ঢুকে ঐ দৃশ্য দেখে বললো "আপকা তো নিকাল পাড়ি"...টাকাই টাকা...সাথে সাথে তার চোখ থেকে বেরিয়ে "বুরি রশ্মি" টাকার উপর গিয়ে পড়লো...ঐ ব্যাবসায়ী কিছুক্ষন পরে খবর পেলো তার কিছু গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে... তো এর পর তারা টিভিতে বিজ্ঞাপন দেখে কিনে আনলো "বুরি নাজার হাটানা তাবিজ" জিনিসটা সোনা দিয়ে ধোয়ানো রুপার একটা পাতের উপর কিছু কাজ করা আর তার নীচে বিজ্ঞাপন াতাদের মতে একটা থ্রীডি চোখ এই চোখ ই আসলে বুরি নাজার থেকে বাঁচাবে সবাইকে... এটা আপনি যে কোনো জায়গায় ব্যাবহার করতে পারেন... ঘরে বাইরে গাড়িতে ঘোড়াতে...কেউ আপনার কেশগ্র স্পর্শ করতে পারবেনা... মনে হলো এ রকম আসলেই যদি কিছু থাকতো যে বুরি নাজার ডাললেই কেল্লা ফতে তাইলে তো বদ লোক গুলার দিকে বুরি নাজার ডাইলা কবে শ্যাষ কইরা দিতাম... বুরি নাজার...বুরি নাজার তুমি কোথায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।