আমাদের কথা খুঁজে নিন

   

জয় তরুণের, জয় তারুণ্যের !!

আজ শাহবাগের গণজাগরণ সাহস যোগাচ্ছে তরুণদের স্পর্ধিত হতে। ষাটের দশকের ছাত্র আন্দোলনের তুখোড় নেতা, মুক্তিযুদ্ধের অনেক মুরুব্বি আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তাদের দাবি, সবশেষ হয়ে গেছে। এখনকার তরুণরা নির্জীব। তাদের কথায় একটু একটু বিশ্বাসও জন্মেছিল।

কিন্তু, লাগাতার এই গণজাগরণ সেসব বিশ্বাস এক ফুৎকারে উড়িয়ে দিল। তারা জানান দিয়ে যাচ্ছে, তরুণরা এমনই হয়। আজ গর্বে বুক ষাট ইঞ্চি চওড়া হয়ে গেছে বড়ভাই সেই মুক্তিযোদ্ধার। সকালে বললেন, তরুণরাই পারে। আমাদের আগের তরুণ এখন তারা বুড়ো।

বুড়ো মানে এখন তারা অসহ্য বুড়ো। সমাজবদলের স্বপ্ন জাগানিয়া সেই বুড়োরা এখন নিজেরা পরকালে কী জবাব দেবে সেই চিন্তায় ব্যস্ত। ভুখা মানুষের কথা ভাববার সময় কই এখন তাদের। শাহবাগের উত্তালসমুদ্রে ভেসে যাওয়ার দিন না। আজ পথ বাতলানোর দিন।

আজ মানবমুক্তির পথ দেখানোর দিন। লুটপাট আর দুর্নীতির বিরুদ্ধে মগজপচা সেইসব রাজনীতিকের আস্তাকুড়ে ফেলবার দিন, আজ দুঃসহ যন্ত্রণা থেকে এদেশের কৃষক-শ্রমিক-ছাত্র-মজুরর রাজ প্রতিষ্ঠার দিন। আজ আহ্বান আসুক দিনবদলের সংগ্রামের। আজ শপথ হোক নতুন বাংলাদেশ গড়ার। হে তরুণ, ডাক দিন, নতুন আলো ফুটুক! কোটি কোটি মানুষ আপনাদের পথ চেয়ে আছে।

জয় তরুণের, জয় তারুণ্যের !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।