আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন আরেকজন মোসাহেব।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

আজ বিএনপির পলিটব্যুরো ( স্থায়ী কমিটি) গঠনতন্ত্রের গ ধারা অনুসারে দল থেকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছে। পাঠকদের হয়তো অনেকে মনে আছে - জনাব সিদ্দিকী খালেদা জিয়া জেল থেকে বেরুনোর পর বিএনপি চিরস্থায়ী চেয়ারম্যান হিসাবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। উনার প্রস্তাবের পক্ষে টিভিতে যুক্তিতর্কও দিয়েছিলেন। সাম্প্রতিক উনি নিজেকে বিএনপির সলিড গোল্ড হিসাবে বর্ননা করেছেন। মুলত জেনারেল জিয়াউর রহমানের জাগাদল থেকে বিএনপি তৈরীর সময় উনি ছিলেন কোষাধক্ষ্য। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বহিষ্কৃত হয়ে কর্মীদের দ্বারা দৌড়ানি খেয়েছেন। গনতন্ত্রিক রাজনৈতিক দলে এই "ম্যাডামতন্ত্রে"র ভিতরে ঠিকমতো বসে আছে যুদ্ধাপরাধী সাকা চৌধুরী আর বহুরুপী মউদুদ। কিন্তু মোসাহেবগন সামান্য বেয়াদপির জন্যে স্বর্গ থেকে বহিষ্কৃত হচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।