আমাদের কথা খুঁজে নিন

   

দেনা-পাওনা



তোমার আমার পাওনা দেনার অনেক হিসেব বাকী, ভেবেছিলে বেশ ঠকিয়ে আমায় দিয়েছো বেজায় ফাঁকি।। তোমার ঘরের মেঝের পাপোষ আমার চর্মে গড়া, ইঁট কাঠে গড়া ইমারত, সে তো আমারই ঘর্ম ভরা। পয়সার দামে ঘর্ম চর্ম কেনা যায় কভূ না কি? তোমার ভীষণ অহঙ্কারের পাহাড় চূর্ণ হবে। মেহনতী কোটি মানুষের স্বর হুঙ্কারিবে যবে। এখনও সময় হয়নি অতীত দেখ খুলে বোঁজা আঁখি।। (এটা মূলতঃ গানের কথা হিসেবে লেখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।