সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
আজ ১৭ ই মার্চ । স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০ তম শুভ জন্মদিন । ইতিহাসের ক্ষনজন্মা এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে গোপালগন্জের অজ-পাড়াগাঁ টুঙ্গীপাড়ার শেখ পরিবারে জন্ম গ্রহন করেন । কালের আবর্তে অজ-পাড়াগাঁয়ের এই ছেলেটি হয়ে উঠেছিলেন নির্যাতিত নিপিড়ীত বাঙ্গালীর ত্রাণকর্তা , মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, নিঃস্বার্থ আত্নত্যাগ আর মানুষের প্রতি মমত্ববোধের কারনে পরিনত বয়সে তিনি হয়ে উঠেছিলেন বাঙ্গালীর অবিসংবাদিত নেতা ।
বর্নাঢ্য সংগ্রামবহুল জীবনের অধিকারী শেখ মুজিবুর রহমান বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন স্বাধীন বাংলাদেশের রুপকার হিসেবে । আর বাঙ্গালী জাতি তাঁকে দিয়েছে ""জাতির পিতার"" বিরল সন্মান ।
যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ নামে এই ভূখন্ডটি বিশ্ব মানচিত্রে উদয় হতো কিনা ভাবনার বিষয় । হলেও কবে হতো ? সেটা আরও বড় প্রশ্ন ।
স্বাধীন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার জন্ম দিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
। তোমার বিদেহী আত্নার শান্তি কামনা করছি বিধাতার কাছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।