আমাদের কথা খুঁজে নিন

   

পা-বন্দনা



(দিগভ্রান্ত পথিকেরা গ্রামারে ফিটফাট; আসমান ও জমিনে তারা অসংখ্য ছিদ্র নিয়েও বায়ুপূর্ণ কনফিডেন্স নিয়ে ভেসে পড়েছে ফেরিতে। তাদের জন্য দোয়া। ) ১. ঝাপ দেয়ার আগে নিশ্চিত হয়ে নিও কোনো ছিদ্র নেই প্যারাসুটে আর সে নিজেও বিট্রে করবে না। বাতাসে বিবিধ প্রকারের অণু-পরমাণু জড়িয়ে ছিটিয়ে আছে; বিদ্রোহ করবে না তারাও, তুমি নিজেই বিদ্রোহ করবার আগে সেইটুকু বুঝে নিও। ২. ও আমার পেখম! শেষ পর্যন্ত তুমিই চূড়ান্ত।

তোমাতেই বদলে গেছে চেহারা ও সুরের কি-বোর্ড। শুধু তরু করে পা-বন্দনা, কারণ সে জানে না বহুকিছু, মানুষ যা পিচ্চিতম বেলা থেকেই স্বাভাবিক শিখে এসেছে; বহুকিছু, যা থেকে গড়ে ওঠে মানুষের মেরুদণ্ড এবং প্রেম। প্রেম- ও মেরুদণ্ড-হীন তরু শুধু খুব বেলা হলে পা থেকে যে ছাল খসে পড়ে তার কিছু অংশ হাতে নিয়ে আঁচ করে ফেলে কতখানি ভালোবাসা ধরে আছে এই অতি কুৎসিত ছাল। ৩. হাত গলে পড়ে যাচ্ছে জোছনা, অথবা সে গিয়েছে অলরেডি। এখনো সময় আছে, আছে হয়তো মুঠোমধ্যে জোছনার কিছু অংশ, অথবা হয়তো চাঁদ নিজের ফাঁদেই পুরোপুরি আটকে গিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।