এখানে আগুন জ্বলে
ঐখানে মরা,
ভাবছি লিখবো কি যে
এ ঢাকার ছড়া।
তেতে ওঠা রাজপথ
গাড়ী জ্যামে বাঁধা-
এথায় শান্তি খোঁজা,
সে যে বড় ধাঁধা।
তবুও মানুষ চলে
জীবনের গতি,
বাঁচার তাগিদ নিয়ে
এখানে বসতি।
সবে মিলে ভাঙি চলো
হতাশাও জরা-
আশা নিয়ে হোক বাঁধা
সে ঢাকার ছড়া।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।