এলোমেলোই না হয় বাতাসে মিলিয়ো, কি দরকার পাহাড়ে হাহাকার লেখার
মধ্য মার্চ দুই হাজার নয়ে রাত মাত্র সাড়ে আটটায় যখন হটাৎ ঘটা অন্যায়ের মতো রাত্র বারোটা বাজে
অথচ তোমার অক্লান্ত ঘৃণার অর্থহীনতা ফুরায় না
যেন উস্কানির ফোয়ারা, যেন তোমার উপরো বর্তেছে দৈব দ্বায়িত্ব
তখন তোমাকে আর সুন্দর লাগে না
বিদ্যুৎহীন রাজপথে কোনো রাখাল বালককেই আর তখন সুন্দর লাগে না
তখন তোমার ফস্ করে ধরানো সিগারেটের আলোয় খুব বেশি পর লাগে
মনে হয় না কেনো পেলাম না অগোছালো বারান্দা দিয়ে উঁকি মারা আলনা
মনে হয় তোমার মত ষড়যন্ত্রীকে আরো আগে কেনো খুন করিনি
উৎসর্গ: ফিউশন ফাইভ ও অন্যান্যদের বিডিআর গুজবকে
২।৫।০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।