আমাদের কথা খুঁজে নিন

   

নিরবে'র, "সাংবাদিক পিটালেন সাংসদ ও অভিনেত্রী কবরী"---মন্তব্যে'র সমালোচনা।



নিরবে'র, "সাংবাদিক পিটালেন সাংসদ ও অভিনেত্রী কবরী" পড়লাম। লেখক'কে বায়াসড্‌ মনে হয়েছে। আর মন্তব্যগুলো ছিল আরও বায়াসড্‌। সমালোচনা না করে পারিনি। সবার সাথে শেয়ার করছি: কেউ বি. এন. পি'র চামচা আর কেউ আওয়ামিলীগে'র।

কেউবা জামাতে'র নয়তো স্বৈরাচার এরশাদে'র। ডানপন্থি নয়তো বামপন্থি। আমরা ত কেউ এর বাইরে না। সবার চেহারাই দেখা হয়েগেছে। কারও শাসনামলে সারাদেশে গন বোমা বিস্ফোরন, আর কারও শাসনামলে সেনাবাহিনী হত্যা।

কেউ করছে ডাক্তার মিলন হত্যা আর কেউ করছে মানুষের শত শত টুকরা। কেউ করেছে ধর্ষনে'র সেন্+চুরি আর কেউ করেছে বস্তায় বস্তায় গম+চুরি। কোন আমলেই আমরা দুর্নীতি'র শির্ষস্থান থেকে নিচে নামতে পারিনি। আওয়ামিলীগ জন্ম দিয়েছে জয়নাল হাজারী, শামিম ওসমান, হাজী সেলিমদের....আর বি. এন. পি জন্ম দিয়েছে তারেক জিয়া-কোকো, নাসিরুদ্দিন পিন্টু, মির্জা আব্বাসদের :-)। রাজাকার'রা বি. এন. পি'র মদদে হয়েছে জন নেতা আর স্বৈরাচার হয়েছে আওয়ামিলীগে'র মদদে জাতীয় নেতা।

ভাল কে? আপনাদের লজ্জা হওয়া উচিৎ যে এদের পক্ষেই আবার সাফাই গাইছেন.....ধিক্‌। আপনারা ঠিকই করেন। বাসে উঠে প্রথম ৯ সিটের মধ্যেই বসে থাকেন যেগুলো মহিলা, শিশু আর প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধকৃত। প্রতিবন্ধীতো আপনারাই। অন্ধ যে।

ধিক্‌...আপনাদের অন্ধত্বকে ধিক্কার জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.