আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ফাঁসের কথা অস্বীকার করলেন ক্যাটরিনা

স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসের ঘটনায় তোলপাড় চলছে বলিউডে। এমনকি ছবিগুলো ক্যাটরিনা নিজেই ফাঁস করার ব্যবস্থা করেছেন বলেও কানাঘুষা চলছে। তবে সম্প্রতি বিষয়টিকে জোর গলায় অস্বীকার করেছেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ তারকা ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি ভারতীয় একটি দৈনিক পত্রিকায় সাক্ষাত্কার দেওয়ার সময় ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়, তিনি নিজেই ছবিগুলো ফাঁসের ব্যবস্থা করেছিলেন কি না। জবাবে তিনি বলেন, ‘প্রথমত, আমি এমন নিচু মনের মানুষ নই।

দ্বিতীয়ত, আমি যদি সত্যিই এমনটা করতাম, তবে এমন বাজে পোশাকে ক্যামেরাবন্দী হতাম না। ছবিগুলোতে আমাকে সত্যিই অনেক বিশ্রী লেগেছে। নিজেকে কখনোই এমন বাজেভাবে প্রকাশ করতে পারি না আমি। ’
প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর।

স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।
এ প্রসঙ্গে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনের সম্পাদক রাম কমল জানিয়েছিলেন, ‘নিজেদের প্রেম নিয়ে বহু দিন লুকোচুরি খেলার পর অনেকটা প্রকাশ্যেই মেলামেশা করছেন রণবীর-ক্যাটরিনা। ভালোবাসার কথা সবাইকে জানানোর মধ্যে দোষের কিছু নেই।

আমাদের প্রকাশিত ছবিগুলোতে তাঁদের প্রেমের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।