প্রতারিত সৈনিক, বেচে থাকা যোদ্ধা, বিজয়ের নেই কোন লেশ
আমাদের দেশে যতদিন না সুষ্ট ধারার রাজনীতি চালু হবে ততদিন ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। প্রতি নিয়ত বিশ্ব বিদ্যালয়গুলিতে এরকম শত শত প্রাণ দিতে হচ্ছে আমাদের ভবিষ্যত প্রজন্মকে। যারা হাতে নিবে বইম খাতা আর কলম তাদের হাতে রামদা আর হকি কি মানায়? যে ছেলে মেয়ে লেখা পড়া শেষ করে দেশের সেবা করবে সে ছেলে যদি শুরু থেকেই হাতে লাটি আর রামদা নিয়ে পরিচর্চা করে তাহলে কি ভাবে তার কাছে সেবা আশা করা যায়। রাজনীতি এমন এক নাম যার নৈপথ্যে আছে বেশীরভাগ চোরাকারবারী, আত্নসাৎ, আর খুন। দেশে যত ধরনের খুন খারাপি আছে তার বেশীরভাগই এই রাজনীতি থেকে উৎপত্তি হয়।
ফলে মারা যায় অনেক প্রাণ। অনেক মা হারায় তার সন্তানকে, স্ত্রী হারায় স্বামীকে, পুত্র হারায় বাবাকে। আমি একটা কথা পরিস্কার ভাবে বলতে চাই যে, একটা ছাত্র লেখা পড়া করেই পরিক্ষায় ভালো রিজাল্ট আশা করা টাফ্। কিন্তু এর মধ্যে যদি বাড়তি একটা দায়িত্ব তার ঘাড়ে পড়ি যেমন মিটিং মিছিল মারামরি এ গুলি তাহলে ওই ছাত্রের মনটা আর লেখা পড়ার দিকে ঝুকবে না। আমি একটা জিনিস লক্ষ করেছি যে, আগের দিনে শিক্ষার মান যেমনটি ছিল তার মধ্যে নকল করে পাশের হারও ছিল বেশী এবং রাজনীতিবীদ ছাত্ররা অপেন বই হাতে নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিয়েছে এ রকম হাজারো নজীর আছে।
যার প্রতিফল এখন আমরা পাচ্ছি। আমাদের দেশে যারা মন্ত্রি, এমপিরা আছেন সাবেক আর বর্তমান তাদের অনেকেই ছাত্র থাকাকালিন সময়ে রাজনীতি করতেন। আমরা তাদের অনেক ইতিহাসই জানি। তাদের মধ্যে অনেকেই এ রকম কাজে লিপ্ত ছিলেন। অনেক মন্ত্রি আছেন যারা ছাত্র জীবনে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলেন।
আমার প্রশ্ন যাদের চুরি, রামদা নিয়ে জীবনের প্রথম পদার্পন শুরু হয়েছে তাদের কাছে আমরা বর্তমানে কি ধরনের ভালো কাজ আশা করতে পারি তা সবাই ভালো জানেন। দেশে অনেক এমপি মন্ত্রীরাই সে সময়ে প্রভাব কাটিয়ে পরিক্ষায় পাশ করেছেন তাদের মাথায় এখন সু শিক্ষার কোন বালাই নাই। যার কারনে তাদের কাছে ভালো কিছু আশা করা ভুল।
এখনই সময় শিক্ষাখাত থেকে এ ধরনের বাজে একটি কাজ অসুস্থ রাজনীতি বন্দ করা হউক। প্রশাসনকে শক্ত করা হউক যাতে শিক্ষাঙ্গনে বহিরাগতরা প্রবেশ করতে না পারে।
কাল টিভিতে দেখলাম পুলিশের সামনে ছাত্রলীগের ছেলেরা ও শিবিরের ছেলেরা মারপিট করছে আর পুলিশ তা দাড়িয়ে দাড়িয়ে দেখছে। এ রকম দৃশ্য আর কতদিন? প্রশাসনকি এখনও সরকারের কাছে জিম্মি। বর্তমান সরকারকে জনগণ বিপুল উৎসাৎ এবং মনে অনেক আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছে। সরকারের কাছে জনগণের অনেক আশা। ছাত্র রাজনীতি বন্ধ না করা হলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকার এটা বলার অপেক্ষা রাখে না।
আমরা দেখেছি অনেক ছাত্রকে তার ইচ্ছার বাইরেও রাজনীতি করতে হয়। মিছিলে যেতে হয়। এ রকম করে একটি ছাত্রের কাছ থেকে সুষ্ট এবং উন্নত শিক্ষা আশা করা যায়না। আজ যারা মারা গেল বা কাল মারা যাবে তারা আমাদেরই সন্তান। হোক শিবির আর হউক লীগ আর হউক ছাত্রদল বা অন্য যে কোন পার্টির।
আরোও অনেক কিছু বলার ছিল সময়ের অভাবে বলা হলনা। সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।