আমাদের কথা খুঁজে নিন

   

আগে জানতাম সংস্কৃতি শেখানো যায় না!!!

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

এতদিন জানতাম সংস্কৃতি শিখিয়ে বা চাপিয়ে দেয়া যায় না। প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি আছে। যা ধীরে ধীরে গড়ে ওঠে। যেমন বাংলাদেশের মানুষ মুসলমান বলেই আরবের বা পাকিস্তানের মুসলমানদের সাথে আমাদের সংস্কৃতি মিলবে না। আবার আমরা বাংলায় কথা বলি বলেই পশ্চিম বাংলার মানুষের সংস্কৃতি সাথে আমাদের সংস্কৃতি মিলবে না।

একটি জাতির সংস্কৃতি ধীরে ধীরে হাজার বছরে তৈরী হয়। কিন্তু এখন দেখছি আমার জানায় অনেক ভুল ছিল। আমাদের মিডিয়া এখন সংস্কৃতি গড়ে দিতে পারে। শুধু মাত্র মিডিয়ার কল্যানে ও বিদেশী বেনিয়াদের কারনে "ডিজুস কালচার" নামক একটি সংস্কৃতি গড়ে উঠেছে । এর ভালো মন্দ অনেক দিক আছে ।

অনেকেই বলছে এটা যদি খারাপ হয় একসময় মানুষ নিজে নিজেই বুঝে এ থেকে ফিরে আসবে। তবে আমার শুধু একটি কথাই বলার আছে তা হচ্ছে কিছু কিছু পথ আছে যা থেকে ফেরা র পথ থাকে না। যেমন ধরুন একটি মেয়ে বা ছেলে হয়ত আধুনিক হতে গিয়ে অনেক ছেলে মেয়ের সাথে মিশছে ও যৌন সম্পর্ক স্থাপন করছে বা মাদকাসক্ত হয়ে পড়ছে, তা থেকে ফেরা সম্ভব কি? নিশ্চই নয়। যেমন সম্ভব নয় নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার সময়টি আজে বাজে কাজে ব্যায় করলে সে সময়টি আবার ফিরে পাওয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।