এক আল্লাহ ধারণার ফ্যালাসি
নিরাকার আল্লাহর ভাবনা কীভাবে ভাববো আমি!!!
নিরাকারের সাধনায় মশগুল হতে চাই যদি
কোথায় পাবো তারে??
আমি এক উচ্চারণের চেষ্টা করি,
আমি নিরাকার উচ্চারণের চেষ্টা করি,
আমি আল্লাহ বলে জিকির ধরি ...
আল্লাহ আমার মনে আকার ধারণ করে
যেহেতু উচ্চারণ মানেই আকার।
যেহেতু ভাষা মানেই ধ্বনি-বর্ণ-বাক্য
ভাষা মানে আকার-আয়তন-ওজন এবং
বিভাজন।
ভাষা অনুপস্থিতকে উপস্থিত করে, নিরাকারকে সাকার করে
আমার সকল ভাবনা ভাষার শাসনে বন্দী, নিরাকারের ভাবনাটাও।
তাহলে আমি নিরাকারের সাধনা করবো কীভাবে, কোন মাধ্যমে?
সে কি বর্ণনাতীত,
ভাষার্ধো সদা সঞ্চরণশীল
বায়ুর মতো?
আমার শরীরে সদাই প্রবাহমাণ, প্রাণসরূপে?
যারা নিরাকার আল্লাহ প্রাপ্তির সুসংবাদ দেয়
তারা প্রতারণা করে- নিজের সাথে, পরের সাথে।
কারণ
পাওয়া মানেই তার একটা আকার থাকবে
মনের জগতে কিংবা বাস্তব পরিসরে।
তালাইমারী। ২২শে ফেব্রয়ারি ২০০৯।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।